ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২২ মার্চ ২০২৫ শনিবার (Saturday Lucky Zodiacs) চাঁদ সারাদিন ধনু রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র কৃষ্ণা অষ্টমী তিথি। ভোর ৫টা ২৩ মিনিট পর্যন্ত কৃষ্ণা অষ্টমী তিথি থাকার পর নবমী পড়ে যাবে। জ্যোতিষ গণনা অনুসারে ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের প্রভাব থাকবে। থাকবে প্রথমে মূল নক্ষত্র ও পরে পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। জেনে নিন প্রচুর উন্নতি করবেন কোন রাশির জাতকেরা।
সিংহ রাশি (Saturday Lucky Zodiacs)
২২ মার্চ ধন যোগের প্রভাবে শুভ দিন হতে চলেছে সিংহ রাশির জাতকদের (Saturday Lucky Zodiacs)। আজ কেরিয়ারে অনেক সহজে আপনি সাফল্য লাভ করতে পারবেন। আজ নতুন গাড়ি বা সম্পত্তি কেনার যোগ আছে। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হবে আপনার। পরিবারে কোনও শুভ কাজ হতে পারে। গ্রহরাজের আশীর্বাদে কাল বড় লাভ করতে পারবেন সিংহ রাশির জাতকরা।

মীন রাশি (Saturday Lucky Zodiacs)
পূর্বাষাঢ়া নক্ষত্রের শুভ প্রভাবে কাল সহজেই সাফল্য লাভ করতে পারবেন মীন রাশির জাতকরা (Saturday Lucky Zodiacs)। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে। এর ফলে লাভবান হবেন। যাঁরা অনলাইনে ব্যবসা করেন, তাঁরা বড় কাজের বরাত পেতে পারেন। আটকে থাকা দরকারি কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন। নিজের সব কাজেই প্রচুর প্রশংসা পাবেন।

আরও পড়ুন: Sun Transit: মীন রাশি ছেড়ে সূর্য মেষ রাশিতে, ভাগ্য ঘুরবে কোন রাশির?
তুলা রাশি
শনিবার ব্যাতিপত যোগের শুভ প্রভাব থাকবে তুলা রাশির জাতকদের ওপর। দাম্পত্য় জীবন দারুণ সুখে কাটাতে পারবেন আপনি। সকালে সুখবর পেতে পারেন। বড় ঠাকুরের কৃপায় কাল আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন তুলা রাশির জাতকদের। কোনও জরুরি সিদ্ধান্ত নিতে পারেন। স্টক মার্কেট থেকে মোটা টাকা লাভ হতে পারে আপনার। অফিসে পদোন্নতির যোগ আছে।

মিথুন রাশি
আজকের দিনটি দারুণ আনন্দের দিন হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। আরাম, আয়েস ও বিলাসিতার মধ্যে দিন কাটবে আপনার। আপনার কাজের পথে সব বাধা কেটে যাবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন মিথুন রাশির জাতকরা। আইনি মামলায় যুক্ত থাকলে সব জটিলতা থেকে মুক্তি পাবেন। পরিবারের থেকেও সমর্থন পাবেন।
