ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যাঙ্কিং সেক্টরে প্রবেশের কথা ভাবছেন? সেই সুযোগ দিতে চলেছে SBI, পদ সংখ্যা ৬৫৮৯ (SBI Recruitment)। আসুন জেনে নেওয়া যাক আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে এবং আবেদন পদ্ধতি সম্পর্কে।
SBI Jobs
অনেকেই ভাবেন ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার কথা। সেই মতো কঠোর পরিশ্রম করে চলেছেন তাঁরা। তাঁদের জন্য সুখবর নিয়ে এলো এই সংস্থা। নির্বাচিত প্রার্থীরা ভাল বেতনের পাশাপাশি পাবেন বহু সরকারি সুযোগ সুবিধা। আসুন জেনে নেওয়া যাক কোন পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে।
পদের নাম এবং পদ সংখ্যা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শুরু হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েটস (SBI Recruitment) পদে নিয়োগ। গ্রাহক সহায়তা ও সেলস বিভাগের জন্য ৬৫৮৯টি শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়োগের অধীনে ৫১৮০টি নতুন শূন্যপদ এবং বাকি ১৪০৯টি ব্যাকলগ শূন্যপদ পূরণ করা হবে স্টেট ব্যাঙ্কে।

নিয়োগ প্রক্রিয়া (SBI Recruitment)
নিয়োগের জন্য নির্বাচনী প্রক্রিয়া হবে তিন ধাপে হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা আর তারপরে হবে মেনস পরীক্ষা। এই প্রিলিমস পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীকে ১ ঘণ্টার মধ্যে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষা হবে প্রার্থীদের স্থানীয় ভাষাতেই।
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে। প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়মের অধীনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এসসি/এসটি শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকবে ৩ বছরের। আর বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে ১০ বছর (SBI Recruitment)।

আরও পড়ুন: Weather update: দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে দুর্যোগ জারি!
আবেদনের তারিখ (SBI Recruitment)
৬ অগাস্ট থেকে শুরু হয়েছে এই পদের জন্য আবেদনের (SBI Recruitment) প্রক্রিয়া। আগ্রহী আবেদনকারীদের আগামী ২৬ অগাস্ট ২০২৫-এর মধ্যে এই আবেদন সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েটস পদে নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে (SBI Recruitment)। সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের এই টাকা দিতে হবে, তবে বাকি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও টাকাই দিতে হবে না আবেদনের ফি হিসেবে।
ডিসক্লেমার
চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য এই তথ্য দেওয়া হয়ে তবুও তাঁদের কাছে অনুরোধ থাকলো আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই (SBI Recruitment)।