ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিনরাত এক করে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী (SBI Recruitment) পরিশ্রম করে চলেছেন একটা কাজের আশায়। তাদের জন্য সুখবর নিয়ে এল এই সংস্থা। এবার দেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক। কোন পদে কারা করতে পারবেন আবেদন, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, আবেদনের শেষ তারিখইবা কবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য রইলো এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা (SBI Recruitment)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এই বিজ্ঞপ্তি জারি করেছেন (SBI Recruitment)।
পদের নাম (SBI Recruitment)
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পেশালিষ্ট ক্যাডার অফিসার পদে হবে কর্মী নিয়োগ (SBI Recruitment)। এক্সটার্নাল ফ্যাকাল্টি এবং মার্কেটিং এগজ়িকিউটিভ পদে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের।
মোট শূন্যপদের সংখ্যা
উল্লেখিত পদে মোট ৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে। আবেদনের যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি পড়ুন।
বেতন
নির্বাচিত প্রার্থীদের বাৎসরিক ৩৫ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
কাজের সময়কাল
চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পেতে পারে কাজের মেয়াদ।
আরও পড়ুন: BOB Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ বরোদা, কীভাবে করবেন আবেদন?
আবেদন পদ্ধতি
এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে হোমপেজে থাকা মূল বিজ্ঞপ্তিটি পড়ুন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীকে।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল, ২০২৫। এই তারিখের মধ্যে নিজের আবেদন সম্পূর্ণ করুন।