Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ম্যাচ মাস্ট গো অন’, এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট (India vs Pakistan)।
কী জানালো সুপ্রিম কোর্ট? (India vs Pakistan)
এশিয়া কাপে ভারত নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে বিপক্ষকে হেলায় হারিয়ে। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে বিতর্কের শেষ হচ্ছে না। ১৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে আর তার আগেই অনেকের মত ছিল যাতে এই খেলা না হয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যাচের বিপক্ষে অনেকেই। আর সেই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করা হয় ভারতের শীর্ষ আদালতে (India vs Pakistan)।
জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে, ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনার পরিস্থিতি। ভারতও এর জবাব দেয় ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে আর তার প্রভাব পড়েছে ২২ গজের উপর। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয় তবে সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে।

আবেদনকারীর আইনজীবী শুক্রবার মামলাটিকে শুনানির তালিকায় রাখার অনুরোধ জানান। সেই বিষয়ে শীর্ষ আদালত জানায় ‘গেম মাস্ট গো অন’। শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় নি। তবে ভারত পাকিস্তান ম্যাচের আগে সব মিলিয়েই উত্তেজনা বেড়েই চলেছে। প্রসঙ্গত উর্বশী জৈনের নেতৃত্বে চার আইন পড়ুয়া মামলা করেছিলেন।
আরও পড়ুন: PV Sindhu: হংকং ওপেন থেকে বিদায় সিন্ধুর, ফের ব্যর্থ ভারতীয় ব্যাডমিন্টন তারকা
ভারত তাদের প্রথম ম্যাচে ৯ উইকেটে UAE-কে উড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে সহজেই। ভারতীয় দাপটের কাছে টিকতে পারে নি UAE। প্রথম থেকেই যেন ভারত স্পষ্ট বার্তা দিতেই মাঠে নেমেছে যে তারা তৈরি আসন্ন বাকি ম্যাচের জন্য। তবে পাখির চোখ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেটাও যেন স্পষ্ট বুঝিয়ে দিলো ভারতীয় শিবির। এশিয়া কাপে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে সূর্যকুমার যাদবরা।
১৪ তারিখ ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচেও ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। দুই দলই যদি সুপার ফোরে ওঠে তবে আরও একবার মুখোমুখি হতে দেখাযেতে পারে ভারত পাকিস্তানকে (India vs Pakistan)।