রিমিক মাঝি, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর মামলায় জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার সেই মামলায় সিবিআই-কে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ২০ মার্চ মামলার পরবর্তী শুনানি। কেন পার্থকে এখনও হেফাজতে রাখা হয়েছে, তা পরবর্তী শুনানিতে জানাতে হবে সিবিআই-কে। নির্দেশ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিঙের বেঞ্চের।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ ৯ জনের জামিনের আবেদনের মামলায় একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতি ভিন্নমত পোষণ করেছিলেন। গত ২০ নভেম্বর এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পার্থ সহ ৯ অভিযুক্তেরই জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু, বিচারপতি অপূর্ব সিংহ রায় চার জনের জামিন মঞ্জুর করলেও ‘প্রভাবশালী’ তত্ত্বে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহার জামিন মঞ্জুর করেননি।
আরও পড়ুন: Calcutta High Court: বাংলায় শুনানির মধ্যে দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনে কলকাতা হাইকোর্ট
ডিভিশন বেঞ্চে ফয়সালা না হওয়ায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটির ফয়সালার জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী তৃতীয় বেঞ্চে পাঠান। কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চও পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ করে দেন। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে জামিনের আবেদন জানিয়ে গত ১৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়।
সিবিআইকে নোটিস জারি সুপ্রিম কোর্টের (Partha Chatterjee)
শুক্রবার সেই জামিনের আবেদনের মামলাতেই সিবিআইকে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিঙের বেঞ্চ। আগামী ২০ মার্চ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। কেন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এখনও হেফাজতে রাখা হয়েছে, তা আগামী শুনানিতে সুপ্রিম কোর্টে জানাতে হবে সিবিআই-কে। পার্থর আইনজীবী শুক্রবার আদালতে জানান, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় সুপ্রিমকোর্ট জামিন দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু সিবিআই-এর মামলায় জামিন না পাওয়ায় তিনি এখনও জেলেই রয়েছেন।
২০২২ সালের জুলাই মাসে নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর নিয়োগ দুর্নীতি মামলায় অনেকেই ধরা পড়েছেন, অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলেই আছেন। একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন তিনি। ফলে তাঁর জামিন ক্রমশ কঠিন হয়ে পড়েছে। ইডি-র মামলায় আগেই পার্থকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এই বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থকে জামিন দিতে হবে। তার আগে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড করার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ কার্যকর হলেও সিবিআই-এর মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থকে। সিবিআই-এর মামলা ছাড়াও ইডি-র আরও একাধিক মামলায় জেল হেফাজতে রয়েছেন পার্থ। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন পার্থ (Partha Chatterjee)।
উল্লেখ্য, হাইকোর্টে জামিন না পাওয়া এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য্যও নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর মামলায় জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত বুধবার তথা ১৯ তারিখ সেই মামলার শুনানিতে সিবিআই-এর বক্তব্য জানতে চেয়ে একইভাবে নোটিশ জারি করেছে সুপ্রিমকোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ। আগামী ৪ এপ্রিল সেই জামিনের মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে।