ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে সাইবার ক্রাইম (Scam), এই ক্রাইম বেড়ে চলেছে কর্পোরেট সংস্থাগুলোতে। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বারবার
আর্থিক প্রতারণা (Scam)
প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই যেন মানুষ নতুন নতুন প্রতারণার (Scam) ফাঁদে পা দিয়ে ফেলছেন। এই প্রতারণার ফাঁদে পড়ে হতে হচ্ছে সর্বশান্ত। এই প্রতারণার ফাঁদ আরও বেশি করে ছড়িয়ে আছে সোশ্যাল মাধ্যম জুড়ে। কখনও কোনও লিঙ্কে ক্লিক করতে বলে অথবা ভুয়ো ফোন করে তবে এবার এই প্রতারণা ঘটেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর নাম করে।
নানান কর্পোরেট সংস্থার মালিকের পরিচয়ে কর্মীকে ধোঁকা দিয়ে টাকা হাতানোর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে কলকাতার বুকে। তবে এইবার একেবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র ভুয়ো লেটার হেড, ই-মেল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো তিনজন। ধৃতরা নাইজেরিয়ার বাসিন্দা। রবিবার রাতে চক্রটির পর্দা ফাঁস করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। কলকাতায় বসে বিদেশি নম্বর ও ভুয়ো কাগজপত্র বানিয়ে বেশ ক’জনকে বোকা বানিয়েছে অভিযুক্তরা।

আরও পড়ুন: IND vs ENG Test: সিরাজকে নিয়ে বড় বার্তা কোহলির, ওভালের ম্যাচে ভারতকে ১০-এ ১০ দিলেন সচিন
জানা গেছে ওষুধ সরবরাহের নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্প তৈরি করে তারা। নামী বহুজাতিক সংস্থার ভুয়ো লোগো, সিল ও নকল চিঠিপত্র ব্যবহার করে অভিযোগকারী ওই ব্যবসায়ীকে বিপুল লাভের প্রতিশ্রুতি দেয় প্রতারকরা। একের পর এক ভিডিও কল এবং নকল ই-মেলে বিশ্বাস জন্মায় সেই ব্যবসায়ীর এবং তিনি টাকা দিয়ে দেন। যে নম্বর থেকে ফোন আসত, তদন্তে নেমে সেই সূত্রে দিল্লি পৌঁছন তদন্তকারীর দল। ১২টি অ্যান্ড্রয়েড ও তিনটি ফিচার মোবাইল, একটি রাউটার ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গত তিন মাসে বিভিন্ন সংস্থার নামে আর্থিক লাভের প্রতিশ্রুতি দিয়ে অন্তত ১৭টি প্রতারণা (Scam) হয়েছে কলকাতায়। সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী ভুয়ো লেটারহেড, ই-মেল, ওয়েবসাইট বানাতে এখন ঘণ্টাখানেকের বেশি সময় লাগে না। এআই-এর সাহায্যে তৈরি নথিগুলি ‘আসল’ বলেই মনে হয়। তাই আরও বেশি সতর্কতা জরুরি, যাতে সাধারণ মানুষ এই প্রতারণার শিকার না হন।