Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মৃত ছাত্রের বকেয়া ফি (School Fees) চাইল বর্ধমানের একটি বেসরকারি স্কুল। সাড়ে তিন মাস আগে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বছর তেরোর ছেলের। সে মৃত্যুর কারণ এখনও খুঁজছেন বাবা-মা। তার মধ্যেই ছেলে যে স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছিল, তারা জানুয়ারি থেকে মার্চের ‘বকেয়া’ বেতন চেয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় হতবাক ওই মৃত ছাত্রের বাবা মা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের জেলা এবং মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মৃত ছাত্রের বাবা-মা।
গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার (School Fees)
প্রায় সাড়ে ৩ মাস আগে গত ডিসেম্বরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল ছাত্রের (School Fees)। পরিবারের দাবি, মেঝে থেকে মাত্র তিন ফুট উচ্চতায় গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়েছিল তার। হাঁটু মেঝেতে মোড়া অবস্থায় ছিল। ফলে ছাত্রের মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়। অভিভাবকদের দাবি, অনলাইন গেমের খপ্পড়ে পড়ে মৃত্যু হয়েছিল নাবালকের। তারইমধ্যে সম্প্রতি ওই দম্পতিকে ফোন করে বকেয়া ফি মেটাতে বলেন স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: WB Weather Forecast: বৃষ্টির পূর্বাভাস উত্তরে, দক্ষিণে গরমে নাজেহাল অবস্থা!
স্কুলের তরফে কোনও খোঁজ নেয়নি (School Fees)
ছাত্রের বাবা-মার অভিযোগ, পড়ুয়ার মৃত্যুর পর স্কুলের তরফে আর কোনও খোঁজ খবর নেওয়া হয়নি। এমনকী শোক প্রস্তাবও নেওয়া হয়নি। আর এখন বেতন চাইছে স্কুল। এবিষয়ে বিতর্ক শুরু হতেই স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, স্কুলের সফটওয়্যার থেকে কোনও পড়ুয়ার বেতন বাকি থাকলে তার তথ্য পাওয়া যায়। সেই তথ্য দেখেই একজন কর্মী ছাত্রের বাবা-মাকে ফোন করেছিলেন। ওই কর্মীর সেটা জানা ছিল না। বর্ধমান শহরের বেসরকারি ওই স্কুলের এমন আচরণ নিয়ে জেলা ও মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দম্পতি।