ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পারদপতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে। মরশুমের সবচেয়ে দূষিততম দিন দিল্লিতে (Delhi Air Pollution)। সোমবার সকাল থেকেই ঘন ধোঁয়ায় ঢাকল রাজধানী (Delhi) শহর। দৃশ্যমানতা নেমে এল মাত্র ১৫০ মিটারে। রবিবার সন্ধে ৭টা নাগাদ দিল্লির বায়ুদূষণের মাত্রা ছিল ৪৫৭ (AQI)। কিন্তু সোমবার সেই মাত্রা অনেকখানি ছাপিয়ে যায় দিল্লির দূষিত বাতাস। দূষণের জেরে অনলাইনের পথে রাজধানীর স্কুলগুলি। প্রাইমারি থেকে আপার-প্রাইমারি সমস্ত স্কুল বন্ধ হতে বসেছে।
Delhi Air Pollution: পঠনপাঠন অনলাইনে করানোর নির্দেশ
‘ভয়াবহ’ বায়ুদূষণের শিকার দিল্লির বাসিন্দারা। কার্যত গ্যাসচেম্বারে পরিণত হওয়া দিল্লিতে (Delhi Air Pollution) অনির্দিষ্টকালের জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Delhi chief minister Atishi)। বাড়িতে বসে পড়াশোনা করবে একাদশ শ্রেণির পড়ুয়ারাও। শুধু মাত্র দশম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের যেতে হবে স্কুলে। দিল্লির মুখ্যমন্ত্রী পোস্ট করে জানিয়েছেন, “সোমবার থেকে GRAP-4 বিধিনিষেধ কার্যকর হওয়ার সাথে সাথে, ক্লাস ১০ এবং ১২ ব্যতীত সমস্ত ছাত্রদের জন্য শারীরিক ক্লাস বন্ধ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্কুল অনলাইন ক্লাস করবে”।
আরও পড়ুন: Delhi Air Pollution: দূষণ-ধোঁয়াশার জালে জেরবার রাজধানী! স্কুল চালানোর নির্দেশ অনলাইনে
এছাড়াও রাজধানীতে বাইরে থেকে কোনও ট্রাক ঢোকায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে নির্মাণকাজও। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের AQI এদিন ৪৯৪ ছুঁয়ে ফেলেছে। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি। এছাড়াও অশোক বিহার, বাওয়ানা, নজফগড়, পাঞ্জাবিবাগ, ওয়াজিরপুরের মতো এলাকাগুলোতেও বায়ুদূষণের মাত্রা ঘোরাফেরা করেছে ৪৯০-এর ঘরে।

আরও পড়ুন: Delhi Air Quality: দূষিত রাজধানী! দৃশ্য দূষণে পাকিস্তানকে পিছোনে ফেলে এগিয়ে দিল্লি
দিল্লিতে দূষণের হার প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। পরিসংখ্যান বলছে, সোমবার এই মরসুমের দূষিততম দিনের সাক্ষী থাকছেন দিল্লির বাসিন্দারা। দূষণ রুখতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তার পরেও অবশ্য দূষণে লাগাম পরানো যাচ্ছে না। দূষণ রোধে দিল্লিতে যেন আরও কড়াকড়ি কড়া হয়, সেই মর্মে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। সোমবার সেই আবেদনের শুনানি।