Last Updated on August 28, 2025 by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলন ঘিরে নজর কেড়েছে ভারতের কূটনৈতিক উদ্যোগ (SCO Summit In Tianjin)। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৩১ আগস্ট বৈঠক হবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এবং ১ সেপ্টেম্বর বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
আমেরিকার সঙ্গে অর্থনৈতিক টানাপোড়েন (SCO Summit In Tianjin)
এই দুই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক তীব্র চাপে পড়েছে(SCO Summit In Tianjin)। ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ভারতের পণ্যের উপর ব্যাপক শুল্ক বৃদ্ধি করেছেন। ইস্পাত, বস্ত্র থেকে কৃষিপণ্য— একাধিক খাতে শুল্ক বেড়ে হয়েছে সর্বোচ্চ ৫০ শতাংশ। দিল্লি পাল্টা প্রতিশোধমূলক শুল্কের হুঁশিয়ারি দিয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আলোচনাও শুরু করেছে। তবে রপ্তানিকারকদের আশঙ্কা, এর ফলে সরবরাহ ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়তে পারে, আন্তর্জাতিক বাজারে ভারতের বিক্রিও কমতে পারে।
চিনের সঙ্গে সম্পর্কের নতুন সুর (SCO Summit In Tianjin)
ভারত-চিন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে(SCO Summit In Tianjin)। ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে একাধিক সামরিক ও কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই সীমান্তে কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়েছে। যদিও এখনও ভারী সেনা মোতায়েন রয়েছে, তা সত্ত্বেও আপাতত সংঘাত এড়ানো গেছে। এই প্রেক্ষাপটে মোদীর চিন সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখযোগ্যভাবে, এটি হবে ৭ বছরেরও বেশি সময় পরে তাঁর প্রথম চিন সফর। সর্বশেষ ২০১৮ সালে তিনি শি জিনপিংয়ের সঙ্গে উহানে অনানুষ্ঠানিক বৈঠক করেছিলেন।

আরও পড়ুন : Indian Army Rescue Operation : পাঞ্জাবে বন্যাদুর্গতদের পাশে ভারতীয় সেনা, উদ্ধার অভিযানে সেনার হেলিকপ্টার
রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগত সখ্য (SCO Summit In Tianjin)
পুতিনের সঙ্গে মোদীর বৈঠকও সমান গুরুত্বপূর্ণ(SCO Summit In Tianjin)। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ভারতের সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক আরও মজবুত করতে চাইছে। একইসঙ্গে মস্কো বেজিংয়ের সঙ্গেও ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি রাশিয়া ইঙ্গিত দিয়েছে, ভারত-চিন-রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে পারে। তিয়ানজিনে মোদী-পুতিন আলোচনায় এ বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক মহলের অনুমান।

আরও পড়ুন : V Day Parade In China : চিনের বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিন-কিম সহ ২৬ দেশের নেতা, শক্তি প্রদর্শনে বেজিং
এসসিও শীর্ষ সম্মেলনে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশের নেতা যোগ দেবেন। চিনের কাছে এটি বিশ্ব দক্ষিণের নেতৃত্ব প্রদর্শনের সুযোগ, আবার রাশিয়ার জন্য কূটনৈতিক সুরক্ষা পাওয়ার ক্ষেত্র। ভারতের কাছে এটি বহুপাক্ষিক মঞ্চে সক্রিয় থাকার এবং ক্রমবদলানো ভূ-রাজনীতিতে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার বড় সুযোগ।