ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার শিয়ালদহ স্টেশন (Sealdah Division) কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় ২৫ লক্ষ যাত্রীকে সামলানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। শহরতলি এবং দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলে যাত্রীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
নতুন প্রবেশ পথ (Sealdah Division)
সম্প্রতি, শিয়ালদহ দক্ষিণ শাখার পাশে একটি নতুন প্রবেশপথ (Sealdah Division) খোলা হয়েছে। বেলেঘাটা, সল্টলেক এবং ইএম বাইপাসের দিক থেকে আসা যাত্রীরা এই পথ ব্যবহার করে সরাসরি শিয়ালদহ দক্ষিণ শাখা ও দূরপাল্লার ট্রেন ধরতে পারবেন। ক্যানাল ইস্ট রোড থেকে বেরিয়ে পুরনো রাস্তা ধরে এই প্রবেশপথে পৌঁছানো সম্ভব।
খুলেছে ভূগর্ভ পথ (Sealdah Division)
এছাড়া, ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের পশ্চিম প্রান্তে একটি ভূগর্ভ পথও খুলেছে, যা কোর্ট ও বাজার এলাকা থেকে যাত্রীদের মূল স্টেশন ও মেন শাখার প্ল্যাটফর্মে পৌঁছাতে সহায়তা করবে। এই সাবওয়েকে সম্প্রসারণ করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই গন্তব্যে পৌঁছাতে পারেন।

আরও পড়ুন: Vegetable Price: গ্রীষ্মের বাজারে দামে দাবদাহ, সবজির দাম বাড়ল?
রেল কর্তৃপক্ষের মতে, নতুন এই উদ্যোগগুলি যাত্রীদের যাতায়াতকে আরও মসৃণ এবং সুবিধাজনক করবে, একই সঙ্গে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণেও সহায়তা করবে। আশা করা হচ্ছে, এই পদক্ষেপগুলো শিয়ালদহ স্টেশনে যাতায়াতের অভিজ্ঞতা আরও উন্নত করবে।