ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকে বিকেল, অক্লান্ত পরিশ্রম (Secret Of Success) করছেন। চাকরিতে রোজ ওভারটাইম করছেন, বসের বকুনিতে কান ঝালাপালা হওয়া সত্বেও হাল কিছুতেই ছাড়ছেন না। পরিশ্রমের ফল কুড়িয়ে নিয়ে যাচ্ছে অন্য কেউ। এমপ্লয়ি অফ দ্যা ইয়ার হতে পারছেন না কিছুতেই। আপনি ভাবছেন, “আমার কাজে তো সমস্যা নেই, তবে পরিশ্রমের ফল পাচ্ছি না কেন?” এই প্রতিবেদনে পাবেন সেই সবকিছুর সমাধান।
বুদ্ধি যস্য বলং তস্য (Secret Of Success)
শুধু গায়ের জোরে পরিশ্রম করলেই হবে না (Secret Of Success), বুদ্ধি খাটিয়ে ঠিক জায়গার কাজ, ঠিক জায়গাতেই করতে হবে। ধরুন আপনি আপনার কোম্পানির জন্য বেশকিছু ডেটা কালেক্ট করছেন। শুধু এই অফিস, সেই অফিস ঘুরে ডেটা জোগাড় করলেই হবে না। বুদ্ধি করে ডেটা বা তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে এসে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টেশনের সময় মাথায় রাখতে হবে তাদের কথা, যারা আপনাকে খুচরো তথ্য দিয়ে সাহায্য করেছে।
টাইম ইস মানি (Secret Of Success)
কথাতেই আছে সময়ের দাম না দিলে, সময়ও আপনার কদর দেবে না। তাই কাজ করুন, বুদ্ধি খাটিয়ে কাজ করবার সঙ্গে সঙ্গে সময়ের কাজ সময়ে করুন। সময় মতো অফিসের বসকে কাজ জমা দিন। ঠিক সময় মতো অফিসে ঢুকুন, আবার সময়ের কাজ সময়ে শেষ করে বাড়ির দিকে পা বাড়ান। ডেডলাইন পেরিয়ে গেলে আপনি যত ভালো মানেরই কাজ করুন না কেন, তার কদর থাকে না।
পারিবনা এ কথাটি বলিও না আর
পরিশ্রম শুধু নিজের জানার পরিসরে করলেই হবে না। বসের কাছ থেকে অজানা পরিসরের নির্দেশ এলে চট করে না বলবেন না। বসকে বোঝাবেন যে সময় লাগলেও জেনে-বুঝে নিয়ে আপনি কাজটা ঠিক উৎরে দিতে পারবেন।
আরও পড়ুন: Soup Recipes:হাড়কাঁপানো ঠান্ডায় ধোঁয়া-ওঠা স্যুপ! বাড়িতেই বানিয়ে ফেলুন রকমারি সুস্বাদু স্যুপ
সবে মিলি করি কাজ
যেকোনও কাজের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। সহকর্মী ও বসের সঙ্গে সবসময় সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। অযথা বিতর্ক একেবারে এড়িয়ে চলুন। প্রত্যেককে সম্মান করাটা ভীষণ জরুরি। কথাতেই আছে, “যে যত বেশি নত, তত উন্নত।” তার থেকেও জরুরি বিষয় হল একসঙ্গে কাজ করতে হবে হাতে হাত মিলিয়ে। পিঁপড়ের দল যেমন সারি সারি দিয়ে একটা খাবারের অংশ একে একে বয়ে নিয়ে চলে, তেমনই নিচু স্তরের কর্মী থেকে কোম্পানির সবথেকে উঁচু স্তরের কর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।