Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দলের প্রাক্তন ওপেনার আসন্ন এশিয়া কাপে তিনজনকে বেছে নিলেন গেমচেঞ্জার হিসেবে (Asia Cup 2025)। তালিকায় নেই গিলের নাম। তাকে দেখা যাবে এশিয়া কাপে দলের সহ অধিনায়কের ভূমিকায়।
শেহবাগের চোখে তিন গেমচেঞ্জার (Asia Cup 2025)
সামনেই এশিয়া কাপ। সেই মতো প্রস্তুতি চলছে। ১৫ জনের দোল ঘোষণা হোক বা আবার এশিয়া কাপে ভারত পাক ম্যাচ, সব নিয়ে চলছে জোর চর্চা। ১৫ জনের দোলে বাদ গেছে শ্রেয়স আইয়রার, সিরাজ, সামি। সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে শ্রেয়স আইয়রের দলে না থাকা নিয়ে। গিলের দলে ফিরেই সহ অধিনায়কের পদ নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তবে সেই গিলকে গেমচেঞ্জারের তালিকায় রাখেন নি শেহবাগ (Asia Cup 2025)।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ১৪ সেপ্টেম্বর। সেই ম্যাচের দিকেই নজর রয়েছে সবার। তার আগে শেহবাগ তিনজন গেমচেঞ্জারকে বেছে নিলেন। তার মতে সেই তিনজন হলেন যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী (Asia Cup 2025)।

শেহবাগ জানান ‘অভিষেক শর্মা গেমচেঞ্জার হতে পারে। বুমরা সবসময় গেমচেঞ্জার। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই কার্যকরী ছিল, টি-২০ ফরম্যাটেও। এরা ভারতের গেমচেঞ্জার।’ তার মতে এরা একার হাতে খেলা ঘুরিয়ে দিতে পারে (Asia Cup 2025)।
আরও পড়ুন : US Tariff On India : রুশ তেল চালু থাকলে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক উঠবে না , স্পষ্ট করলো ওয়াশিংটন
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সবচেয়ে এখন সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বিশ্বে। যার কারণে বুমরা তিনটে টেস্ট খেলেন কিন্তু সিরাজকে পাঁচটি টেস্টই খেলতে হয়েছে। সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে শেহবাগ বলেন, ‘আমার মনে হয় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে বোলারদের ক্ষেত্রে। ব্যাটারদের ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তেমন সমস্যার নয়।’ তিনি বলেন পেসারদের ফিট থাকা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ আর তাই ওয়ার্কলোড যদি ঠিক মতো ম্যানেজ করা যায় তবে পেসাররা দীর্ঘদিন খেলা চালিয়ে যেতে পারবে (Asia Cup 2025)।
এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের প্রচার করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার আর সেই নিয়ে রোষের মুখেও পড়তে হয়েছে শেহবাগকে (Virender Sehwag)। তিবাদে ভারতীয় লেজেন্ডসরা লেজেন্ডস লিগ ক্রিকেটে পাক লেজেন্ডসদের বিরুদ্ধে ম্যাচ খেলেনি। সেখানে এশিয়া কাপের প্রচারে শেহবাগকে পড়তে হয়েছে নেটিজেনদের প্রশ্নের মুখে (Asia Cup 2025)।