Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বর শুরু হতেই বাংলার আকাশে (September Holiday List) যেন উৎসবের গন্ধ। এই বছর দুর্গাপুজো যেহেতু সেপ্টেম্বর মাসেই পড়েছে, তাই পুজোর উত্তেজনা, কেনাকাটা ও প্রতিমা তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। তবে শুধুই দুর্গাপুজো নয়, এই গোটা মাস জুড়ে রয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ তিথি, দেব-দেবীর আরাধনা এবং জ্যোতিষ সংক্রান্ত পরিবর্তন।
শুরুতেই বিশেষ একাদশী (September Holiday List)
৩ সেপ্টেম্বর পালিত হয় পরিবর্তিনী একাদশী, যেখানে বিশ্বাস (September Holiday List) করা হয়, এই দিনে শ্রীবিষ্ণু যোগনিদ্রা থেকে পাশ ফিরে শোন। একাদশীর এই বিশেষ মাহাত্ম্য ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরের দিন, ৪ সেপ্টেম্বর, পালিত হয় বামন জয়ন্তী। এই দিনে বিষ্ণুর বামন অবতার ধারণের স্মরণে উৎসর্গ করা হয় পুজো।
শিক্ষক দিবস ও ওনাম (September Holiday List)
৫ সেপ্টেম্বর যেমন শিক্ষক দিবস, তেমনই দক্ষিণ ভারত তথা (September Holiday List) কেরালায় পালিত হয় ‘ওনাম’। রাজা বলীর স্মৃতিতে এই দিন ভক্তিভরে উদযাপন করা হয়।
আরও পড়ুন: New Facebook Feature: ‘পোক’ দিয়ে ফেসবুক এবার ছুঁতে চাইছে জেনজিদের!
৬ তারিখে গণেশ বিসর্জনের মাধ্যমে শেষ হবে গণেশ উৎসবের পালা, আর ৭ সেপ্টেম্বর একসঙ্গে শুরু হবে পিতৃপক্ষ ও বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকেও দেখা যাবে, যা জ্যোতিষমতে একটি বিরল ঘটনা।
গ্রহ-গতি ও রাশিচক্রের পরিবর্তন
১৩ সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে তুলা রাশিতে। এরপর ১৫ তারিখে শুক্র সিংহ রাশিতে এবং বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে। এসব পরিবর্তন বিভিন্ন রাশির জাতকদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে, যা আবারও রাশিচক্রে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মহালয়া, পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা
১৯ সেপ্টেম্বর আশ্বিন মাসের শিবরাত্রি উদযাপিত হবে, আর ২১ তারিখে শেষ হবে পিতৃপক্ষ। পরদিন, অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেবীপক্ষ। মহালয়ার তর্পণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন ভক্তরা।

দুর্গাপুজোয় মাতবে বাংলা
২৮ সেপ্টেম্বর শুরু হবে মা দুর্গার বোধন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শুরু হবে পুজো। এরপর ২৯ তারিখ মহা সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, আর ৩১ তারিখে মহানবমীর মধ্য দিয়ে শেষ হবে দেবীর আরাধনা।