ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : যুদ্ধবিরতির কোনও চিহ্ন নেই। গাজ়া ভূখণ্ডে ফের এক রাতের তাণ্ডবে মৃত্যু হল অন্তত ৫৪ জনের (Several Dies in Gaza Strip)। বুধবার রাতে দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে একের পর এক আকাশপথে হামলায় কেঁপে উঠল গোটা এলাকা। এই হামলার পর রক্তাক্ত গাজ়া আরও একবার স্মরণ করিয়ে দিল যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা।
লাগাতার হামলা, ছিন্নভিন্ন দেহ (Several Dies in Gaza Strip)
স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ১০ বার আকাশপথে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী (Several Dies in Gaza Strip)। ওই শহরের নাসের হাসপাতালের মর্গে ইতিমধ্যেই ৫৪টি দেহ পৌঁছেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অনেক মৃতদেহের অংশ ছিন্নভিন্ন অবস্থায় এসেছে। বহু দেহ ‘বডিব্যাগে’ করে মর্গে পাঠানো হয়েছে, যাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
শিশু-সহ বহু নিরীহ নিহত (Several Dies in Gaza Strip)
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজ়ার বিভিন্ন অঞ্চলে বুধবার মোট মৃতের সংখ্যা অন্তত ৮০। এর মধ্যে অন্তত ২০ জন শিশু রয়েছে। একের পর এক বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। বহু পরিবার এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেড় বছর ধরে বিধ্বস্ত গাজ়া (Several Dies in Gaza Strip)
প্রায় দেড় বছর ধরে ইজ়রায়েল ও হামাসের মধ্যে চলা সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়া। প্রথম দফার সাময়িক যুদ্ধবিরতির পরে ফের ইজ়রায়েল পুরো মাত্রায় সামরিক অভিযান শুরু করেছে। উত্তর থেকে দক্ষিণ, কোথাও রেহাই নেই। মানবিক বিপর্যয় চরমে। খাবার, পানীয় জল, ওষুধ—সবকিছুরই তীব্র অভাব।

আরও পড়ুন: Donald Trump : ইরানকে কিছুূতেই পরমাণু শক্তিধর না হতে দেওয়ার কথা জানালেন ট্রাম্প!
ট্রাম্পের সফর, কিন্তু শান্তির বার্তা নেই (Several Dies in Gaza Strip)
ঠিক এই সময়েই পশ্চিম এশিয়া সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Several Dies in Gaza Strip)। বুধবার সৌদি আরব ও কাতার সফরের পর বৃহস্পতিবার তাঁর সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার কথা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্পের সফরসূচিতে নেই ইজ়রায়েল।অনেকেই আশা করেছিলেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইজ়রায়েল-হামাস যুদ্ধবিরতির কোনও দিশা দেখাতে পারে। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বরং ট্রাম্প (Donald J. Trump) কাতারে দাঁড়িয়ে ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও গাজ়ার বিভীষিকা নিয়ে কোনও মন্তব্য করেননি।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনুপস্থিত (Several Dies in Gaza Strip)
গাজ়ার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে এগোলেও এখনও পর্যন্ত জাতিসংঘ বা আন্তর্জাতিক শক্তিগুলির পক্ষ থেকে দৃশ্যমান কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। কিছু মানবাধিকার সংগঠন নিন্দা করলেও তাতে বাস্তবে তেমন প্রভাব পড়ছে না।
মানবিক সংকট আরও ঘনীভূত (Several Dies in Gaza Strip)
গাজ়ার সাধারণ মানুষ আজ সম্পূর্ণরূপে বন্দি এক মৃত্যুপুরীতে (Several Dies in Gaza Strip)। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। বিদ্যুৎ নেই, জল নেই। বোমার শব্দে দিন-রাত এক হয়ে গিয়েছে। যারা বেঁচে আছে, তারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে—কখন যে আবার আকাশ থেকে মরণবোমা নেমে আসবে, কেউ জানে না। গাজ়া আবারও রক্তে রঞ্জিত। শান্তির নামে যত কূটনীতি, তার ফাঁকে ফাঁকে প্রতিদিনই মৃতদেহ জমা হচ্ছে মর্গে। ইজ়রায়েল-হামাস সংঘর্ষের এই অমানবিক চেহারার অবসান কোথায়, তা নিয়ে প্রশ্ন থাকলেও উত্তর এখনও অজানা। আর তারই মাঝে ধীরে ধীরে মুছে যাচ্ছে এক সমৃদ্ধ জনপদের অস্তিত্ব।