Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান (Shah Rukh Khan) সবসময়ই চমক দিতে জানেন। কখনও চরিত্রের মাধ্যমে, কখনও লুকের মাধ্যমে, আবার কখনও কখনও নিজের ব্যক্তিত্বের মধ্য দিয়ে ভক্তদের চমকে দেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের (Shah Rukh Khan) একটি লুক ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তাঁকে মাথা ভর্তি ধূসর চুলে। ছবিটি প্রকাশ্যে আসার পর থেকে ভক্তদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে।
নতুন লুক কী নতুন ছবির প্রস্তুতি ? (Shah Rukh Khan)
ধূসর চুলে শাহরুখের এই রূপ অনেকটা পরিণত বয়সের ছাপ (Shah Rukh Khan) ফেলেছে। কিন্তু সঙ্গে তাঁর ব্যক্তিত্বের কোনও পরিবর্তন হয়নি। বরং অভিনেতার ধূসর চুল পরিণত ও একটা ভারিক্কি ভাব এনেছে তাঁর চেহারায়। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে , তাঁর আগামী ছবি ‘ কিং ‘ এর প্রস্তুতি পর্ব বলে। বিশেষ করে ‘ পাঠান ‘ ‘ জওয়ান ‘ এর পর , এই নতুন ছবিটি নিয়ে বেশ কৌতুহল সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে । মাঝে অভিনেতার এমন রূপ প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ভক্তদের প্রতিক্রিয়া (Shah Rukh Khan)
কিং খানের ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Shah Rukh Khan) ঝড় উঠেছে। কোনও কোনও অনুরাগী মনে করছেন, তাঁর এই রূপ যেন আরও রাজকীয় করে তুলেছে তাঁকে। তবে বেশিরভাগ অনুরাগীরা শাহরুখের নতুন ছবির আগামী দিনের চমক বলে মনে করছেন। অবশ্য শাহরুখ খান (Shah Rukh Khan) নিজে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর আগের রেকর্ড অনুযায়ী মনে করা হচ্ছে ,যখনই তিনি চুপ থাকেন, তারপরে বড় কিছু আসে।

শুটিং করতে গিয়ে আঘাত
কিছুদিন আগেই শাহরুখ খানকে (Shah Rukh Khan) হাতে আর্ম স্লিং অবস্থায় দেখা গিয়েছিল। ছেলে আরিয়ানের আসন্ন সিরিজের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, সেখানেই তাঁকে দেখা গিয়েছিল এমন অবস্থায়। তিনি জানিয়েছিলেন, কিং ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান । তারপরে অস্ত্রোপচার করতে হয়। আর সেরে উঠতেও বেশ দু-তিন মাস লাগবে, বলে জানিয়েছিলেন তিনি। এমনকি ভক্তদের উদ্দেশ্যে মজা করে বলেছিলেন ,এক হাতেই তিনি সবকিছু করেন। এই কিং ছবিতে মেয়ে সুহানাও আছেন বলে জানা গিয়েছে। অর্থাৎ বাবা ও মেয়েকে একই ফ্রেমে দেখা যাবে।
চরিত্রের অংশ স্টাইল
শাহরুখ খানের (Shah Rukh Khan) এই নতুন ধূসর চুলের লুক নিছক স্টাইল নাকি চরিত্রের অংশ তা সময়ই বলবে। তবে এটা ঠিক শাহরুখের এমন সাহসী লুক সহজেই প্রমাণ করে দেয় ,কেন তিনি বলিউডের কিং। একদিকে রোমান্টিক হিরো হিসেবে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি সিরিয়াস অ্যাকশন দৃশ্যেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অভিনয় নয়, প্রযোজনা সংস্থাতেও তিনি ব্যবসায়িক ভাবে সফল। ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসাবেও ক্রিকেট জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শাহরুখ খান ।
আরও পড়ুন: Agnimitra Paul: ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল!
আবেগ ও অনুপ্রেরণা
সাম্প্রতিক সময় বয়েস ৫৮ পার করলেও, শাহরুখ খান (Shah Rukh Khan) একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন, তাতে প্রমাণ হয় তিনি শুধু অভিনেতা নন, তিনি অনুরাগীদের আবেগ ও অনুপ্রেরণা। দর্শকের সাথে তাঁর সংযোগ আজও আগের মতই গভীর। বলিউডে তিনি কয়েক দশক পার করলেও ,আজও দর্শকের হৃদয়ে স্থান দখল করে রয়েছেন ।