ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লিউডের (Bollywood) কিং খান বলা হয় শাহরুখ খানকে। বলিউডের বাদশা বলে কথা। আর তাঁকেই কিনা, সপাটে চড় মেরেছিলেন এক মহিলা। না, এটা কোনও শুটিংয়ের দৃশ্য নয়। এমনটা বাস্তবেই ঘটেছে। যে শাহরুখ খান (Shah Rukh Khan) হাজার হাজার মহিলার হৃদয়ে রাজত্ব করেন, সেই শাহরুখ খানকেই এক মহিলা চড় মেরেছিলেন। আর সে কথা নিজের মুখে অকপটে বলেছিলেন এই বলিউড সুপারস্টার (Superstar) । কিন্তু ঠিক কী এমন হয়েছিল? যার কারণে শাহরুখকে এতটা অপদস্ত হতে হয়? শাহরুখ কখনও অতীত ভোলেন না। সেকথা তিনি বহুবার বলেছেন। কিন্তু যে অতীতের কথা তিনি তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন, শুনে তো সবাই অবাক।
শাহরুখ দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলেন ট্রেনে (Shah Rukh Khan)
‘জিরো’ ছবির প্রচারের সময় বলিউডের কিং খান একটি সাক্ষাৎকারে জানান, সেই ঘটনার কথা (Shah Rukh Khan)। ওই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখ প্রথম দিল্লি থেকে কিভাবে মুম্বাইতে এসেছিলেন। তারপরেই বেরিয়ে আসে এমন এক ঘটনা, যা শুনে তো সবাই হতভম্ব। শাহরুখ খান জানান, তিনি ট্রেনে এসেছিলেন। রীতিমত টিকিট কেটে ট্রেনে ওঠেন। তিনি নিজের আসন নিয়ে সচেতন ছিলেন।
ট্রেনের সিট নিয়ে বিবাদ (Shah Rukh Khan)
যেহেতু টিকিট কেটেছেন, তাই অন্যান্য যাত্রীদের মতোই শুয়ে বসেই আসছিলেন (Shah Rukh Khan)। তাছাড়া শাহরুখ কেমন মানুষ তা তো জানেনই। অত্যন্ত ভালো হৃদয়ের মানুষ। তার প্রমাণ বহুবার দিয়েছেন। তাঁর সিটে যখন কেউ কিছুক্ষণের জন্য বসতে চাইছিলেন, তাতে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু ট্রেন যখন মুম্বাইতে ঢুকল, তখনই ঘটল বিপত্তি। শাহরুখের আসনে একসঙ্গে বেশ কয়েকজন বসতে চাইলেন। তখন শাহরুখ বলতে বাধ্য হলেন, আসনটি তাঁর। সেখানে বসা যাবে না। তাঁর কথা শুনে অনেক যাত্রী কিছু বলেননি। কিন্তু কিছুক্ষণ পর এক মহিলা হঠাৎ শাহরুখের আসনে বসতে চান। তার সঙ্গে আবার একজন পুরুষও ছিলেন। তখন শাহরুখ মহিলাকে বসতে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সঙ্গে থাকা ওই পুরুষটিকে বসতে দেবেন না জানান।
আরও পড়ুন: Debadrita Basu: ‘নীলু’ চরিত্রে অভিনয় করেই বিপদে! দেবাদৃতা অস্থির হলে শান্ত করেন রাহুল
শাহরুখকে চড়!
শাহরুখ ভেবেছিলেন ওই আসনটা তাঁর জন্য বরাদ্দ। ওই আসনে স্বাচ্ছন্দে বসে যাওয়ার অধিকার শাহরুখের রয়েছে। তখনই ওই মহিলা হঠাৎ রেগে গিয়ে শাহরুখের গালে চড় মারেন। প্রথমে শাহরুখ চড় মারার কারণ বুঝতেও পারেননি। পরে তাঁকে জানানো হয় , মুম্বাইতে ওই ট্রেন প্রবেশ করার পর লোকাল হয়ে যায়। তখন আর আসন সংরক্ষণের কোনও ব্যাপার থাকে না। যে কেউ সিটে বসতে পারেন।
আরও পড়ুন: Barish: “আমার কাজে কেন আমি নাম পাবো না?” ইন্ডাস্ট্রিতে ব্রাত্য বারিষের নাম!
নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ
শাহরুখ নিজের ভুল বুঝতে পারেন। আর তিনি যে সেদিন ভুল করেছিলেন, সে কথা ভক্তদের সামনে অকপটে স্বীকার করতে কোনও দ্বিধাবোধ করেননি। তাছাড়া যখন এই ঘটনাটি ঘটে, তখন শাহরুখ বলিউডের ‘ শাহরুখ ‘ হয়ে ওঠেননি। বলিউডের বাদশা হয়ে ওঠার যাত্রাপথ থেকে তিনি তখন অনেক দূরে ছিলেন। তাই ওই মহিলাও জানতেন না, তিনি কাকে চড় মেরেছেন। তবে শাহরুখ মনে করেন, ওই ঘটনাটি ছিল জীবন শিক্ষার অধ্যায়ের একটা অংশ।