Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিলাসবহুল মন্নত (Mannat) শাহরুখের (Shah Rukh Khan) স্বপ্নের বাড়ি। আর সেই বাড়ি ছেড়ে সপরিবারে শাহরুখ খান কোথায় চললেন? বলিউডের (Bollywood) গুঞ্জন বলছে, তিনি মন্নতে আর থাকতে চান না। থাকবেন ভাড়া বাড়িতে। কত টাকা ভাড়া দেবেন জানেন? হঠাৎ লক্ষ লক্ষ টাকা ভাড়া গুণে ভাড়া বাড়িতেই বা কেন শাহরুখ থাকতে চলেছেন ? তবে কি বড় কোনও হুমকির ভয়?
নিরাপত্তা বজায় রাখছেন শাহরুখ (Shah Rukh Khan)
বিগত বেশ কয়েক বছর ধরেই বলিউড তারকারা হুমকির মুখে রয়েছেন। সলমন খান তো একের পর এক হুমকিতে রয়েইছেন। পাশাপাশি শাহরুখ খানও (Shah Rukh Khan) হুমকি পেয়েছেন। মাঝে এই বলিউড স্টারকে একবার বিমানবন্দরে কালো হুডিতে মুখ ঢেকে থাকতে দেখা গিয়েছিল। এমনকি নিজের জন্মদিনে অন্যান্য বছরের নিয়ম ভেঙেছিলেন শাহরুখ। সংবাদ মাধ্যম থেকে শুরু করে, অনুরাগীদের ভিড় তিনি যেন একটু এড়িয়ে চলছেন। যেটা আগে করতেন না।
শাহরুখের সাধের বাড়ি মন্নত (Shah Rukh Khan)
মন্নত শাহরুখ (Shah Rukh Khan) এবং গৌরির স্বপ্নের ইমারত। দু’জনে মনের মতো করে এই বাড়ি সাজিয়েছেন। প্রাসাদ সদৃশ এই বাড়ি দেখতে সারাদেশ থেকে শুরু করে বিদেশের ভক্তরা মন্নতের সামনে হাজির হন। কিন্তু সেই সাধের বাংলো ছেড়ে, কিং খান চলে যাচ্ছেন ভাড়া বাড়িতে। তাও আবার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে। কিন্তু হঠাৎ এমন ঠিকানা বদলানোর কারণটাই বা কী?
আরও পড়ুন: Srabanti-Jeetu: শ্রাবন্তীর ‘শিব’ জিতু! শিবরাত্রিতে অভিনেত্রীর রহস্যজনক পোস্ট
ঠিকানা বদলানোর কারণ
এ কথা সবাই জানে যে, শাহরুখ লাইম লাইটের অন্তরালে থাকতে ভালোবাসেন। তবে নিরাপত্তার খাতিরে তিনি তাঁর ঠিকানা বদলাচ্ছেন না। আসলে তাঁর স্বপ্নের বাংলো মন্নতকে আরও নতুন রূপে সাজাতে চাইছেন। এর আগেও শোনা গিয়েছিল, মন্নতে নতুন ভাবে কাজ হবে। ইতিমধ্যেই এটি হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পেয়েছে। মন্নতের কাজের জন্য প্রশাসনের অনুমতিও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: Bengali Serial Updates: শিবরাত্রিতে নতুন ঝড়ের মুখে শ্যামলী আর জোনাকি! বিপদ সামলাবে কীভাবে?
ভাড়া শুনে অবাক অনুরাগীরা
বলিউডের গুঞ্জন বলছে, ছয় তলার মন্নত এবার হবে আট তলা। তাই স্ত্রী সন্তান নিয়ে মুম্বাইয়ের খর এলাকার পশ্চিমে পালি হিলসের একটি বাংলো ভাড়া নিচ্ছেন শাহরুখ। আপাতত আগামী তিন বছরের জন্য জ্যাকি ভাগনানির এই বাংলো লিজ নিয়েছেন শাহরুখ। এও শোনা যাচ্ছে, এই বাংলার জন্য প্রতি মাসে শাহরুখকে প্রায় ১১ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। এছাড়াও আগাম দিতে হয়েছে প্রায় ৩৩ লক্ষ টাকা। পাশাপাশি আরেকটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। যার জন্য প্রতিমাসে গুনতে হবে ১২ লক্ষ টাকা। এক্ষেত্রেও আগাম ডিপোজিট করতে হয়েছে ৩৬ লক্ষ টাকা।
সব মিলিয়ে বলিউড স্টারকে প্রতি মাসে বাংলো ভাড়ার জন্য গুনতে হবে প্রায় ২৪ লক্ষ টাকা। আগামী মে মাস থেকে শুরু হবে মন্নত মেরামতের কাজ।