ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের অন্দরে এখন হট টপিক শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। শাহিদকে বুকে জড়িয়ে নেওয়ার পরেই, নাকি করিনার গ্ল্যামার বেড়েছে (Shahid-Kareena)! এমনই চর্চা চলছে বলিউডের (Bollywood) অন্দরে। তিক্ততা ভুলে প্রাক্তনকে কাছে টেনে নিতেই তৈরি হয়েছে নতুন জল্পনা। এ বিষয়ে শাহিদ কাপুর কী বলছেন?
অতীতে ফিরলেন শাহিদ-করিনা! (Shahid-Kareena)
বি টাউনে এখন কান পাতা দায়। অনেকেরই চোখের সামনে এখন ভেসে উঠছে পুরনো অতীত (Shahid-Kareena)। যে অতীতে একসময় বেশ মাখো মাখো কেমিস্ট্রি ছিল করিনা এবং শাহিদের মধ্যে। তারপর মাঝে দু’জনকে এক ফ্রেমে দেখা যায়নি। অথচ একটা সময় দুজনে একে অপরের প্রেমে মুগ্ধ ছিলেন। বলিপাড়ায় তাঁদের প্রেম ছিল অন্যতম চর্চিত একটি বিষয়। তাঁদের বিচ্ছেদেও কম কথা হয়নি। স্বাভাবিক ভাবেই প্রাক্তন জুটির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের বরাবরই একটা আগ্রহ রয়েছে। দু’জন দু’জনের মতো করে সংসারে মন দিয়েছেন। দুই প্রাক্তনই রয়েছেন সুখী দাম্পত্য সম্পর্কে।
বদলে গেলেন করিনা! (Shahid-Kareena)
বলিউডের গুঞ্জন বলছে, শাহিদের সঙ্গে দেখা হয়ে নাকি বদলে গেছেন করিনা (Shahid-Kareena)! এখন অকারণে হেসে গড়িয়ে পড়ছেন। কখনও বা লজ্জায় তাঁর গাল লাল। জৌলুস বেড়েছে দ্বিগুণ। অনেকেই বলছেন, করিনা যেন পৌঁছে গিয়েছেন ‘জব ওই মেট’ যুগে।

পাশাপাশি প্রাক্তন জুটি
বিগত বছরগুলোতে এক অনুষ্ঠানে দুজনকে যে দেখা যায়নি, এমনটা নয়। কিন্তু পরস্পরের সঙ্গে কথা কিংবা হেসে মন খুলে আড্ডা, এসব একেবারেই ছিল না। সম্প্রতি এক ফিল্মি পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে শাহিদ দাঁড়িয়ে ছিলেন। তাঁকে দেখেও না দেখার ভান করে চলে যান করিনা। সেই ভিডিও প্রচুর ভাইরাল হয়। কিন্তু এবার দেখা গেল অন্য মেজাজে। গত শনিবার জয়পুরের এক অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেন দুজনে। সকলের সামনে একে অপরকে আলিঙ্গন করলেন। যা ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল ভাইরাল।
আরও পড়ুন: Rupsa Chatterjee: সায়নদীপের জন্মদিনে বিশেষ উপহার, রূপসার কাণ্ডে হতবাক নেটপাড়া
পুনরায় পর্দায় ফিরবে জনপ্রিয় জুটি!
যদিও দুই তারকা ঠিক কি বিষয়ে কথা বলছিলেন, তা বোঝা যায়নি। তবে দু’জনে হেসে হেসে বেশ মন খুলেই কথা বলছিলেন। আন্দাজ করা যাচ্ছিল, অতীতের তিক্ততা তাঁদের কথার মধ্যে বিন্দুমাত্র ছাপ ফেলেনি। অনুরাগীদের ধারণা, হয়ত বা তাঁরা একসঙ্গে কাজ করার স্মৃতি গুলো মনে করে আলোচনা করছিলেন। আবার বহু অনুরাগী মনে করছেন, হয়ত এই জুটিকে পুনরায় পর্দায় দেখা যাবে।
শাহিদের বক্তব্য
সম্প্রতি ভাইরাল ভিডিও প্রসঙ্গে শাহিদের বক্তব্য, এটা এমন কোনও বড় বিষয় নয়। করিনার সঙ্গে তাঁর মাঝে মধ্যেই দেখা হয় এবং কথাও হয়। আজ না হয় মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে গল্প করেছেন, সবাই এই নিয়ে মাতামাতি করছে ঠিকই, তবে তাঁদের জন্য পুরো বিষয়টা ভীষণ স্বাভাবিক ছিল। তবে যারা তাঁদের এক সঙ্গে পাশাপাশি দেখে খুশি হয়েছেন, তাদের জন্য অভিনেতা খুশি।