ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: গত বছরের ২৪ অক্টোবর থেকে (Shakib Khan Film Borbaad) মুম্বইয়ে শুরু হয়েছিল ওপর বাংলার সুপারস্টার শাকিব খান ও ইধিকা পাল জুটি অভিনীত ‘বরবাদ’ এর শুটিং।
গুরুতর সমস্যার মুখোমুখি ইধিকা (Shakib Khan Film Borbaad)
‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন এ পারের অভিনেত্রী (Idhika Paul)। এই ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। বর্তমানে মুম্বইয়ের পুনেতে এই ছবির শুটিং চলছিল। কিন্তু সেখানে বেশকিছু সমস্যার জন্য বন্ধ হয়ে যায় এই ছবির শুটিং। সূত্রের খবর, গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ইধিকা পালও। ঠিকমতো খাবার খেতে দেওয়া হচ্ছে না অভিনেত্রীকে। এই ধরণের অভিযোগ উঠে এসেছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।
কেন স্থগিত শুটিং? (Shakib Khan Film Borbaad)
গতবছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাস থেকেই মুম্বইয়ের পুনেতে শুটিং চলছিল এই সিনেমার। ইধিকাও সেইমতোই ডেট দিয়েছিলেন পরিচালককে। তার জন্য টিম ‘খাদান’-এর সঙ্গে দুবাইয়ের প্রিমিয়ারেও যেতে পারেননি ইধিকা। সূত্রের খবর, মূলত প্রযোজনা সংস্থার গাফিলতির জেরেই এই অবস্থা। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের প্রযোজনায় প্রযোজক শাহরিন আক্তার সুমির দায়িত্বেই চলছিল ছবির কাজ।
আরও পড়ুন: Khadaan Dubai Tour: দুবাইয়ে টিম ‘খাদান’, প্রিমিয়ারে নেই ইধিকা?
ছবি মুক্তির দিন? (Shakib Khan Film Borbaad)
২০২৩ সালের ২৯ জুন মুক্তি পেয়েছিল শাকিব খান ও ইধিকা পল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। বাংলাদেশের বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। প্রসঙ্গত, বাংলাদেশে ‘বরবাদ’ সিনেমার মুক্তি পাবার কথা ছিল চলতি বছরের ২০২৫ সালে। কিন্তু এই অবস্থায় বন্ধ হয়ে গেল ছবির শুটিং। পরবর্তীতে এই ছবির ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

‘প্রিয়তমা’র সাফল্য (Shakib Khan Film Borbaad)
২০২২ সালে বাংলাদেশে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ইধিকার। এর আগে ভারতে ছোটপর্দায় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু ‘প্রিয়তমা’ যেন তাকে এনে দিল সাফল্যের অমোঘ স্বাদ। তারপর শাকিব খানের সঙ্গেই আবার জুটি বাঁধলেন তিনি। এরপর পেলেন ‘খাদান’ সিনেমায় সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ। ভাগ্য সহায় হল ইধিকার। দেবের নায়িকা হিসেবে আবারও বড়পর্দায় ফিরলেন তিনি। সুযোগ পেয়েই লতিকার ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকদের মন কাড়লেন টলিপাড়ার এই মোস্ট ট্যালেন্টেড অভিনেত্রী।