ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের তিন জনপ্রিয় তারকা শাকিব খান (Shakib Khan), অপু বিশ্বাস (Apu Biswas) ও শবনম বুবলীকে (Shobnom Bubly) নিয়ে আলোচনা তুঙ্গে। প্রায় সময় খবরের শিরোনামে এনাদের নাম দেখা যায়। সম্প্রতি শোনা যাচ্ছে, শাকিব খান নাকি তৃতীয় বার বিয়ের বিয়ের পিঁড়িতে বসছেন! আর তারই মাঝে শাকিবের প্রাক্তন শবনম বুবলী তাঁদের সম্পর্কের শুরুর কথা জানালেন। সাথে প্রকাশ্যে এল অনেক না জানা কথা।
ভুল ধারণা! (Shakib Khan)
অনেকের ধারণা ছিল, বুবলীর সাথে শাকিবের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল (Shakib Khan)। কিন্তু এত বছর পর সেই ধারণার অনেকটাই পাল্টে গেল। এমনটাই মত বুবলীর অনুরাগীদের। কারণ অভিনেত্রী বুবলীর বলা কথা অনুযায়ী দর্শকের ধারণা মিলল না। কী জানা গেল? অভিনেত্রী বুবলীর কথায়, শাকিবের আগের সম্পর্কের কথা তাঁর জানা ছিল না। এমনকি শাকিবের আগের পক্ষের সন্তানের কথাও তিনি জানতেন না। অভিনেত্রীর মতে, ২০১৭ সালে যখন অপু-শাকিবের (Apu- Shakib) সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তার আগে থেকেই বুবলীর সাথে শাকিবের সম্পর্ক ছিল।
প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব (Shakib Khan)
অভিনেত্রী বুবলীর কথা থেকে জানা যায়, ইন্ডাস্ট্রিতে বুবলী তখন নতুন। শাকিবের (Shakib Khan) সাথে তাঁর সম্পর্ক যে অনেকদিন ধরে তা নয়। প্রথম দেখাতে শাকিব বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বুবলীকে। তবে শাকিবের সাথে অপুর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর বুবলীর সাথে নায়কের সম্পর্ক গড়ে ওঠে, বলে জানা যায়। তবে বুবলী এখন আলাদা থাকেন। অন্যদিকে শাকিব বাবা হিসাবে সব কর্তব্য পালন করেন। অর্থাৎ দুই পক্ষের ছেলের দায়িত্ব পালনে শাকিব কখনও মুখ ফেরাননি।
আরও পড়ুন: Sangeeta Bijlani: সলমনের পর হুমকির মুখে প্রাক্তন প্রেমিকা! ভাঙচুর বাড়িতে
নতুন প্রতিষ্ঠান
শবনম বুবলীর (Shobnom Bubly) নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ’ এর নাম সামনে এসেছে। যার পূর্ণ নাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’। এক ভিডিও বার্তায় অভিনেত্রী বুবলী জানান, তিনি সমস্ত কলা কুশলীদের পাশাপাশি নতুনদেরকেও নিয়ে কাজ করবেন। অভিনেত্রীর মতে, অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনও কাজে সুযোগ পাচ্ছেন না। তাই সেই সব শিল্পীদের নিয়ে তিনি কাজ করতে চান। অর্থাৎ সবাইকে নিয়ে তিনি এগোতে চান।
আরও পড়ুন: Srijit Mukherji: সুস্মিতার সাথে প্রেম রহস্য? ফাঁস করলেন সৃজিত
চিন্তাধারাতে খুশি
অভিনেত্রীর এমন চিন্তাধারাতে অনেকেই ভীষণ খুশি। অনেকেই মনে করছে, বুবলীর জন্য অনেক প্রতিভাবান নতুন মুখ সামনে আসতে পারে। যদিও বাংলাদেশে প্রযোজনাতে তিনিই প্রথম, এমনটা নয়। এর আগেও বহু অভিনেত্রীদের প্রযোজনায় আসতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ববি হক,অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী।