ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: RBI-এর ঘর থেকে সোজা প্রধানমন্ত্রীর দফতরে শক্তিকান্ত দাস(Shaktikanta Das)! গত বছরের ডিসেম্বরে ছয় বছরের কার্যকালে দাঁড়ি টানেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস। দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলানো পর অবসর নেন তিনি। তবে বেশি দিন যেন দায়িত্ব ছাড়া থাকলেন শক্তিকান্ত। ছুটি কাটিয়ে আবার ফিরছেন কাজে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে অবসরের পর এবার বড় দায়িত্ব পেলেন শক্তিকান্ত দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব পদে নিয়োগ করা হল তাঁকে।
প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে শক্তিকান্ত দাস(Shaktikanta Das)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি-২ পদের দায়িত্ব পেলেন শক্তিকান্ত দাস(Shaktikanta Das)। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিং (DoPT)-এর তরফে। যেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে নিযুক্ত করা হল। পরবর্তী নির্দেশ না আসা এই পদে থাকবেন তিনি। এর আগে গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন পিকে মিশ্র। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন তিনি।
২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে আসীন
১৯৮০ সালের ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস আধিকারিক ছিলেন শক্তিকান্ত দাস। দীর্ঘদিন কেন্দ্রীয় অর্থ সংক্রান্ত বিভাগের সচিব পদে আসীন ছিলেন তিনি। ২০১৬ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনও শক্তিকান্ত সচিবের দায়িত্ব সামলাতেন। এছাড়া ১৫তম অর্থ কমিশনের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালের মে মাসে তিনি অবসর নেন। এরপর ২০১৮ সালে তাঁকে নিযুক্ত করা হয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে। দুদফায় সেই মেয়াদ বাড়ার পর ২০২৪ সালের ডিসেম্বর গভর্নর পদ থেকে অবসরের পর প্রধানমন্ত্রীর প্রধান সচিব হলেন শক্তিকান্ত।
আরও পড়ুন: Congress MLA Suspended News: ইন্দিরা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সাসপেন্ড ৬ বিধায়ক
৬ বছর RBI-এর গভর্নরের দায়িত্বে ছিলেন শক্তিকান্ত(Shaktikanta Das)
২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)নোট বাতিলের সিদ্ধান্তের পর কেন্দ্রের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয় শীর্ষ ব্যাঙ্কের। আরবিআই-এর গভর্নর পদ থেকে ইস্তফা দেন রঘুরাম রাজন। এরপর উর্জিত প্যাটেল দায়িত্বে এলেও শীর্ষ ব্যাঙ্কের সঞ্চিত অর্থ নিয়ে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্কের সংঘাত থামেনি। উর্জিতের ইস্তফার পর এই দায়িত্ব তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ১৯৮০ সালের ব্যাচের আইএএস আধিকারিক শক্তিকান্তের(Shaktikanta Das) হাতে। ২০১৮ সালে এই দায়িত্ব নেওয়ার পর টানা ৬ বছর গভর্নর হিসেবে দায়িত্ব সামলান তিনি। এই দীর্ঘ সময় সোজা ট্রাকেই দৌড়তে থাকে শীর্ষ ব্যাঙ্ক। গত ডিসেম্বর মাসে শক্তির অবসরের পর অনুমান করাই হচ্ছিল বড় কোনও পদ দেওয়া হবে তাঁকে। সেই মতো এবার প্রধানমন্ত্রীর প্রধান সচিবের পদে বসলেন মোদির প্রিয় শক্তি।