ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনি (Shani Sare Sati) যখন যে রাশিতে থাকে, সেই রাশি, তার আগের রাশি ও পরের রাশিতে চলে শনির সাড়ে সাতি দশা। বর্তমানে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। আগামী ২৯ মার্চ শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনির সাড়ে সাতি চলছে মকর, কুম্ভ ও মীন রাশিতে। শনি মীন রাশিতে গেলে সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন মকর রাশির জাতকরা এবং নতুন করে সাড়ে সাতির কবলে আসবেন মেষ রাশির জাতকরা। জানুন কী কী করলে বা মেনে চললে মুক্তি পেতে পারেন সাড়ে সাতির কষ্ট থেকে।
অশুভ প্রকোপ কমাতে কী করবেন? (Shani Sare Sati)
শনির সাড়ে সাতি (Shani Sare Sati) দশার অশুভ প্রকোপ কমাতে মেষ রাশির জাতকরা কী করবেন জেনে নিন। ঘোড়ার নালের লোহা দিয়ে তৈরি আংটি শনিবার ডান হাতের মধ্যমায় পরুন। শনিবার সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং বিকেলে অশ্বত্থ গাছের গোড়ায় তিলের তেলের প্রদীপ জ্বালান। বাড়িতে শনি সাড়ে সাতি মুক্তি যন্ত্র স্থাপন করুন। প্রতিদিন ‘ওম শাম শনিশ্চর নমহঃ’ মন্ত্র জপ করুন। তিনমুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। প্রতি শনিবার নিরামিষ খান। এবং শনি ঠাকুরের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসুন। শিব ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন সকাল থেকে।

শুভ প্রভাব (Shani Sare Sati)
১৩ জুলাই ২০২৫ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত বক্রীদশায় থাকবে শনি (Shani Sare Sati)। এর ফলে শনির ক্ষমতা কমবে এবং আটকে থাকা কাজ সহজে সম্পন্ন করতে পারবেন মেষ রাশির জাতকরা। যে কোনও সিদ্ধান্ত ভালো করে ভেবেচিন্তে নিলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমাতে পারবেন বলছে জ্যোতিষশাস্ত্র।

আরও পড়ুন: Mercury Set Effect: মীন রাশিতে অস্ত গিয়েছে বুধ, অশুভ প্রভাবে সংকটে পড়বে কোন কোন রাশি?
অশুভ প্রভাব
২৯ মার্চ মেষ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে শনি। ফলে সাড়ে সাতি দশার প্রথম পর্যায় শুরু হবে এই রাশিতে। এই সময় মেষ রাশির জাতকরা, বিশেষ করে যাঁদের জন্মছকে মেষ অশুভ স্থানে রয়েছে, তাঁরা সব কাজে বাধার সম্মুখীন হবেন। ব্যবসায় ক্ষতি হবে এবং চাকরিতেও নানা সমস্যা দেখা দেবে। শত্রুসংখ্যা বাড়বে, কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন এবং কোনও কাজেই ভাগ্যের সহায়তা আপনি পাবেন না। শনির প্রভাবে এই সময় মেষের জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে না।