ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবাস যোজনার (Shantipur Awas Yojana Issue) সমীক্ষা রিপোর্টে ভুল তথ্য। আছে টালির চাল, তবুও উল্লেখ করা হয়েছে পাকা বাড়ি , ছাদ দেওয়া বাড়ি। ঘটনা নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সরদার পাড়ার। বঞ্চিত একই গ্রামের বহু পরিবার। পুনরায় সার্ভের আশ্বাস বিডিওর।
ভুল রিপোর্ট (Shantipur Awas Yojana Issue)
আবাস যোজনার (Shantipur Awas Yojana Issue) সমীক্ষা রিপোর্টে ভুল তথ্য। ফলে বেশ কিছু আবেদনকারীর ঘরের তালিকা থেকে নাম বাদ পড়েছ। সমীক্ষার রিপোর্টের কাগজে উল্লেখ করা হয়েছে অসহায় পরিবার গুলির পাকা ছাদ, এসি যুক্ত বাড়ি এবং সেই বাড়ি বানানো কংক্রিটের দেওয়াল দিয়ে। রয়েছে মোটরসাইকেলও। এসব দেখে তাই নাম প্রত্যাখ্যান করা হয়েছে সমীক্ষার তালিকা থেকে। ঘটনা নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সরদার পাড়ার। তবে ইচ্ছাকৃত ভাবেই হোক বা ভুলবশতই হোক, এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে গোটা এলাকাজুড়ে।
অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর (পঞ্চায়েত সদস্যার স্বামী)
এবিষয়ে অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্যার স্বামী অসিত ঘোষ (Shantipur Awas Yojana Issue)। তিনি বলছেন, গ্রামের কোনো মেম্বারদের ডাকা হয়নি সমীক্ষার কাজে। বিডিও দপ্তরের আধিকারিকরা নিয়মানুযায়ী করেছেন বাড়ি বাড়ি সমীক্ষার কাজ। শুধু এই কয়েকজনেরই নয়। এমন আরও অসহায় পরিবারের সমীক্ষা রিপোর্টে ভুল তথ্য দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Tiger Zeenat News: পুরুলিয়ায় ‘জিনাত’ রহস্য, বাগে নেই বাঘিনী
কী বলছে বিজেপি?
অপরদিকে বিজেপির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর দাবি, শুধু শান্তিপুর ব্লকের ঘটনা নয়। সারা রাজ্যজুড়ে এমন ঘটনা ঘটছে। শান্তিপুর ব্লকে প্রায় ৩২০০০ হাজার পরিবার আছে, তারা আবাসের ঘর পাওয়ার উপযোগী। অথচ ৪০০০ জনকে ঘর দেওয়া হচ্ছে। তাঁর মধ্যে বঞ্চিত ২৮০০০ হাজার পরিবার। তাই যারা সমীক্ষক রয়েছেন তারা সঠিক ভাবে সার্ভে করেনি।
পঞ্চায়েত প্রধানের দাবি
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানিয়েছেন, অনেক অভিযোগ পঞ্চায়েতে জমা পড়েছে এবং বিডিওর দপ্তরেও জমা পড়েছে। আবার পুনরায় সার্ভে করার আশ্বাস দিয়েছেন বিডিও। পরবর্তীতে নির্দেশিকা অনুযায়ী সার্ভে করা হবে। যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাবে, বঞ্চিত কেউ হবে না, বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।
বহু দুর্নীতি
আবাস যোজনায় একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে বহুবার। এবার আবাসের সমীক্ষায় ভুল তথ্য প্রকাশের রিপোর্ট এল সামনে। প্রায় ১০ বছর আগে আবাস যোজনার ঘরের জন্য আবেদন করা হলে কখনও অনুসন্ধানে আসেনি সমীক্ষক দল। সমীক্ষার পর আবাসের তালিকাতে নাম থাকার ফলে, একটু হলেও আসার আলো দেখেছিলেন অসহায় পরিবার গুলি। কিন্তু, সেটারও শেষ রক্ষা হল না। ভুল সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে আসার ফলে দিশেহারা পরিবারগুলির সদস্যরা।