Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ‘অপারেশন সিঁদুর’-এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসপুষ্ট অবস্থান তুলে ধরতে বিশ্বব্যাপী প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Shashi Tharoor Controversy)। এই ঐতিহাসিক উদ্যোগে সব দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হলেও কংগ্রেসের সুপারিশ উপেক্ষা করে, কেন্দ্র বেছে নিল কংগ্রেস সাংসদ শশী তারুরকে (Shashi Tharoor)। এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক আলোড়ন এবং কংগ্রেসের অন্দরেই বাড়ছে অস্বস্তি।
শশী তারুরকে প্রতিনিধি দলের নেতা (Shashi Tharoor Controversy)
শুক্রবার, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে চারজন সাংসদের নাম চেয়ে পাঠান (Shashi Tharoor Controversy)। রাহুল গান্ধী দুপুরেই প্রাক্তন মন্ত্রী আনন্দ শর্মা, গৌরব গগৈ, সৈয়দ নাসির হুসেন এবং রাজা ব্রারের নাম প্রস্তাব করেন। কিন্তু শনিবার কেন্দ্রের তরফে সাতটি প্রতিনিধিদলের তালিকায় দেখা যায়, তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুরকে একটি দলের নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। সরকারের এহেন সিদ্ধান্ত কার্যত কংগ্রেসের সুপারিশ অগ্রাহ্য করারই প্রতিচ্ছবি।
কংগ্রেস শিবিরে প্রশ্নচিহ্ন (Shashi Tharoor Controversy)
এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে উঠলেও শশী তারুর নিজে বিষয়টিকে মর্যাদার বিষয় হিসেবে দেখছেন (Shashi Tharoor Controversy)। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জাতীয় স্বার্থ যেখানে জড়িয়ে, সেখানে যদি আমার প্রয়োজন হয়, আমি সব সময় প্রস্তুত।” কিন্তু কংগ্রেস শিবিরে তাঁর এই ভূমিকাকে ঘিরে প্রশ্নচিহ্ন উঠছে। বিগত কয়েক মাস ধরেই দলের মধ্যে তারুরকে ঘিরে সন্দেহ ও ‘দ্বৈধ ভূমিকা’র আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের প্রশংসা হোক বা কেরলের ভিড়িনজাম বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী ও বিজয়নের সঙ্গে তাঁর উপস্থিতি — একাধিক ক্ষেত্রে তিনি দলের থেকে আলাদা সুরে কথা বলেছেন।

আরও পড়ুন: India Pakistan Tensions : ভারতের পাঠানো ‘ডামি যুদ্ধবিমান’-কেই আসল ভাবলো পাকিস্তান!
দলের সুপারিশ উপেক্ষা (Shashi Tharoor Controversy)
এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক মন্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ (Shashi Tharoor Controversy)। উদ্বোধনী মঞ্চে কেরলের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে মোদী বলেন, “বিরোধী জোট ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ স্তম্ভ আপনি। আজ শশী তারুরও এখানে বসে আছেন। অনেকের ঘুম উড়ে যাবে।” এই বক্তব্য যেন সরাসরি কংগ্রেস ও বাম শিবিরের দিকেই রাজনৈতিক বার্তা ছুড়ে দিয়েছে। শশী তারুরের প্রতি কেন্দ্রের এমন গুরুত্ব এবং দলের সুপারিশ উপেক্ষা করে তাঁর মনোনয়ন — এই দুই ঘটনাই কংগ্রেসের অন্দরমহলে ‘তারুর-রহস্য’কে আরও ঘনীভূত করেছে। অনেকেই মনে করছেন, জাতীয় নিরাপত্তা ইস্যুতে ঐক্য প্রদর্শনের সুযোগে শাসকদল একপ্রকার বিরোধী শিবিরেই বিভাজনের বার্তা ছড়িয়ে দিতে চাইছে।

আরও পড়ুন: NIA Arrest : স্লিপার সেলের দুই সদস্যকে মুম্বাই থেকে গ্রেফতার করলো এনআইএ! কীভাবে মিলল খোঁজ?
পাকিস্তান সন্ত্রাসের আশ্রয়দাতা (Shashi Tharoor Controversy)
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সন্ত্রাসের আশ্রয়দাতা দেশ হিসেবে তুলে ধরতে এবং ভারতীয় অবস্থানকে জোরদার করতেই এই সর্বদলীয় উদ্যোগ (Shashi Tharoor Controversy)। তবে বিদেশযাত্রার আগেই ঐক্যের সুরে রাজনীতির ছায়া পড়ে যাওয়ায়, এই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা মহলের জল্পনা।