ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৫ জুলাই দুর্গ স্টেশনে দুই সন্ন্যাসিনী এবং তৃতীয় একজনকে গ্রেফতার করা হয়েছিল (Shashi Tharoor on arrest of Kerala nuns), যখন বজরং দলের একজন সদস্য তাদের বিরুদ্ধে পাচার এবং জোর করে ধর্মান্তরের অভিযোগ এনেছিলেন।
নিরীহদের গ্রেফতার, প্রকৃত অপরাধীদের ছাড় — অভিযোগ কংগ্রেসের (Shashi Tharoor on arrest of Kerala nuns)
কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার ছত্তিশগড়ে দুই ক্যাথলিক সন্ন্যাসিনীকে মানব পাচার ও ধর্মান্তরের অভিযোগে গ্রেফতার করার ঘটনার বিরুদ্ধে কড়াভাবে প্রশ্ন তুলেছেন (Shashi Tharoor on arrest of Kerala nuns)। তিনি অভিযোগ করেন, “এ যেন গুণ্ডা রাজ চলছে। নিরীহ মানুষদের অপরাধ না করেও জেলে ঢোকানো হচ্ছে। দেরি না করে তাঁদের মুক্তি দেওয়া উচিত। সরকারের সন্ন্যাসিনীদের নয়, গুণ্ডাদের গ্রেফতার করা উচিত।” ২৫ জুলাই দুর্গ রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় সিস্টার প্রীতি মেরি এবং বন্দনা ফ্রান্সিস-কে (Shashi Tharoor on arrest of Kerala nuns)। তাঁদের সঙ্গে গ্রেফতার হন সুকমন মাণ্ডবি নামে আরও একজন ব্যক্তি। অভিযোগ, তাঁরা নারায়ণপুর জেলার তিন কিশোরীকে নিয়ে ট্রেনে করে আগ্রা যাচ্ছিলেন, ধর্মান্তর ও মানব পাচারের উদ্দেশ্যে। এই অভিযোগ দায়ের করেন বজরং দলের এক স্থানীয় কর্মী।
কেরলে প্রতিবাদে রাস্তায় এল এলডিএফ ও ইউডিএফ (Shashi Tharoor on arrest of Kerala nuns)
এই ঘটনাকে ঘিরে কেরলে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে (Shashi Tharoor on arrest of Kerala nuns)। শাসক এলডিএফ এবং বিরোধী ইউডিএফ— উভয় পক্ষই প্রতিবাদে রাস্তায় নেমেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স-এ একটি পোস্ট করে লেখেন, “ধর্মের কারণে ছত্তিশগড়ে দুই ক্যাথলিক সন্ন্যাসিনীকে জেলে পোরা হয়েছে। এটা ন্যায়বিচার নয়, এটা বিজেপি-আরএসএস-এর গুণ্ডা শাসন। এটি একটি বিপজ্জনক প্রবণতা— সংখ্যালঘুদের নিয়মিত নিপীড়নের ছবি তুলে ধরে।” রাহুল গান্ধী আরও বলেন, “এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সংসদে প্রতিবাদ করেছি। ধর্মীয় স্বাধীনতা ভারতের সংবিধান স্বীকৃত অধিকার। আমরা অবিলম্বে তাঁদের মুক্তি এবং সরকারের এই ঘটনার দায়িত্ব গ্রহণ দাবি করছি।”
ছত্তিশগড় মুখ্যমন্ত্রীর পাল্টা যুক্তি: “নারীদের নিরাপত্তার প্রশ্ন”
এদিকে এই অভিযোগের জবাব দিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, “নারায়ণপুরের তিন মেয়েকে নার্সিং প্রশিক্ষণ এবং চাকরির লোভ দেখিয়ে দুর্গ স্টেশনে দুই সন্ন্যাসিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁরা ওই মেয়েদের আগ্রা নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনা মানব পাচার এবং ধর্মান্তরের স্পষ্ট চেষ্টার অংশ।”
আরও পড়ুন: Rahul Gandhi to adopt 22 children: পাক-ভারত সংঘর্ষে অনাথ শিশুদের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী
তিনি আরও বলেন, “এটি নারীদের নিরাপত্তার সঙ্গে জড়িত অত্যন্ত গুরুতর একটি বিষয়। তদন্ত চলছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। ছত্তিশগড় একটি শান্তিপূর্ণ রাজ্য যেখানে সব ধর্ম ও জাতির মানুষ একসঙ্গে থাকে। আমাদের বাস্তার অঞ্চলের কন্যাদের নিরাপত্তা নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
আরও পড়ুন: New UPI Rules: আগস্ট থেকেই ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম! না জানলে সমস্যায় পড়তে পারেন
শুরু বিতর্ক
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মঞ্চে সংখ্যালঘু অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তদন্তের গতি ও আদালতের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশবাসী।