ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘রাজনৈতিক হতাশার একটা সীমা আছে।’ কংগ্রেসকে তীব্র সমালোচনা করে সিনিয়র সাংসদ শশী থারুরের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু(Shashi Tharoor)। বিশ্ব মঞ্চে পাকিস্তানের পর্দা ফাঁস করতে সর্বদলের প্রতিনিধিরা বিদেশ সফর করছেন। যেখানে কংগ্রেসের শশী থারুর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিরা রয়েছেন। বিশ্ব মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা টেনে খুলছেন, সেই সময় কংগ্রেসের অভ্যন্তরেই শশী থারুরকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
কিরেন রিজিজুর প্রতিক্রিয়া (Shashi Tharoor)
এই আবহে পানামায় ভারতীয় সাংসদ দলের প্রতিনিধি দলের সদস্য থারুর এবং কংগ্রেস নেতা উদিত রাজের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করেছেন রিজিজু(Shashi Tharoor)। একই সঙ্গে তিনি লেখেন, ‘কংগ্রেস দল কী চায় এবং তারা আসলে দেশের জন্য কতটা যত্নশীল? ভারতীয় সাংসদদের কী বিদেশে গিয়ে ভারত এবং তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা উচিত? রাজনৈতিক হতাশার একটা সীমা আছে!’
কংগ্রেস নেতার সমালোচনা (Shashi Tharoor)
বুধবারই কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, ‘কংগ্রেস সাংসদ শশী থারুর এখন বিজেপির সুপার মুখপাত্রে পরিণত হয়েছেন(Shashi Tharoor)। বিজেপি নেতারা যা বলছেন না, প্রধানমন্ত্রী মোদী এবং সরকারের পক্ষে সেই কথা বলছেন শশী থারুর।’ রাজ বলেন, ‘আগের সরকার কী করত, তা কি আদৌ জানেন উনি? এখন সেনার কাজের কৃতিত্বে ভাগ বসানো হচ্ছে। আগের সরকার এখনকার মতো ছিল না। এই সরকার কিছুই করে না, কিন্তু সবের কৃতিত্ব দাবি করে। শশী থারুর বিজেপি-র প্রচারের মুখ হয়ে উঠেছেন, তাদের মুখপাত্র হয়ে উঠেছেন।’ কংগ্রেস আগেই জানিয়েছিল, ইউপিএ আমলে ছ’বার সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল। কিন্তু দেশের নিরাপত্তার জন্য স্পর্শকাতর বলেই, সেই তথ্য সামনে আনা হয়নি।

আরও পড়ুন- Government Staff Held for Spying: সরকারী কর্মচারী পাক গুপ্তচর! কংগ্রেস নেতার সঙ্গে যোগ?
প্রধানমন্ত্রীর প্রশংসায় শশী থারুর (Shashi Tharoor)
এর আগে পানামায় একটি বক্তৃতায় অপারেশন সিঁদুরের প্রশংসায় শশীকে বলতে শোনা যায়, ‘আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন(Shashi Tharoor)। অপারেশন সিঁদুর চালাতেই হত। ২৬ মহিলার কপালের সিঁদুর মুছে দিয়েছিল, তাঁদের স্বামী ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা। মহিলারা তাদেরও মেরে ফেলতে বলেছিলেন জঙ্গিদের। কিন্তু তাঁদের ছেড়ে দেওয়া হয়, যাতে এসে কী ঘটেছে বলতে পারেন। আমরা ওঁদের কান্না শুনেছি। আর তাই আমাদের মেয়েদের মাথা সিঁদুরের লাল রংয়ের সঙ্গে হত্যাকারী, হামলাকারীদের রক্তের লাল রং মিলিয়ে দেওয়া সঙ্কল্প নিই।’

আরও পড়ুন- Vijay Shah: কর্নেল সোফিয়াকে কুমন্তব্য! সুপ্রিম-নির্দেশে মন্ত্রীর মামলা বন্ধ হাইকোর্টে
শশী থারুর-কংগ্রেস দূরত্ব (Shashi Tharoor)
এদিকে, শশীর সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়ছে বলে দীর্ঘ সময় ধরেই জল্পনা চলছে দিল্লিতে(Shashi Tharoor)। অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী শিবিরের বাকি নেতারা সেনাবাহিনীর প্রশংসা করলেও, শশী এককদম এগিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। এর মাঝেই শশীর পাশের দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে আরও জলঘোলা হবে, সে কথা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
