ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের উপর ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির উত্তর দিলেন শশি থারুর (Shashi Tharoor Reply to Trump)। শুক্রবার, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে BRICS (ব্রিকস) গোষ্ঠীর দেশগুলি যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ব্যবহার বন্ধ করার চেষ্টা করে, তাহলে তিনি ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
কিন্তু ভারতের কংগ্রেস নেতা শশী থারুর এই হুমকিকে ফাঁকা বলে উড়িয়ে দিয়েছেন (Shashi Tharoor Reply to Trump)। কারণ, তার মতে BRICS দেশগুলোর এমন কোনও পরিকল্পনাই নেই।
কী বললেন থারুর? (Shashi Tharoor Reply to Trump)
থারুর বলেন (Shashi Tharoor Reply to Trump), “আমার জানা মতে, এরকম কোনও পরিকল্পনা বা উদ্যোগ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, তা ভিত্তিহীন। কারণ, কোনও দেশের পক্ষ থেকে সত্যিই যদি এরকম কোনও প্রস্তাব আনা হতো, তখন হয়তো চিন্তার বিষয় ছিল। কিন্তু ভারত সরকারও এ ধরনের কোনও পরিকল্পনার সমর্থনে নেই। তাহলে এখনই আমরা কেন এই নিয়ে উদ্বিগ্ন হবো?”
তিনি আরও জানান, যদিও রাশিয়ার সঙ্গে রুপি-রুবল বা ইরানের সঙ্গে রুপি-রিয়াল লেনদেনের মতো ছোট পরিসরে কিছু আলোচনা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে BRICS পুরোপুরি ডলার ছেড়ে নতুন মুদ্রা চালু করতে যাচ্ছে। অধিকাংশ দেশের জন্য ডলারই সবচেয়ে কার্যকর ও সুবিধাজনক মুদ্রা।
আরও পড়ুন: Musk Sleeps at DOGE Office: এলন মাস্ক এখন সরকারি দপ্তরে থাকছেন, খরচ কমাতে নিচ্ছেন কঠোর সিদ্ধান্ত
BRICS কী এবং নতুন মুদ্রা চালুর পরিকল্পনা আছে কি? (Shashi Tharoor Reply to Trump)
BRICS হল ১০টি দেশের একটি আন্তঃসরকারি সংগঠন (Shashi Tharoor Reply to Trump), যার সদস্য দেশগুলি হল; ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি।
ট্রাম্প একাধিকবার BRICS-এর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং বলেছেন যে ডলার বাদ দেওয়ার কোনও চেষ্টা তিনি সহ্য করবেন না।
তবে সাম্প্রতিক বছরগুলিতে বিশেষ করে রাশিয়া ও চীন বিকল্প মুদ্রা ব্যবহারের দিকে এগোনোর চেষ্টা করছে। কিন্তু ভারত এর বিপক্ষে অবস্থান নিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর গত ডিসেম্বরে স্পষ্ট জানিয়েছেন যে BRICS-এর নিজস্ব মুদ্রা চালুর কোনও পরিকল্পনা নেই।
ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন?
ট্রাম্প তার Truth Social প্ল্যাটফর্মে একটি পোস্টে স্পষ্ট ভাষায় বলেন, “BRICS দেশগুলি যদি ডলার ব্যবহার বন্ধ করার চেষ্টা করে, আর আমরা চুপচাপ দেখে যাব, সেই দিন শেষ। এখন থেকে, আমরা এই শর্তে যাব যে তারা নতুন BRICS মুদ্রা তৈরি করবে না, কিংবা অন্য কোনও মুদ্রাকে দিয়ে ডলারকে প্রতিস্থাপন করবে না। যদি তারা এই শর্ত মানতে না চায়, তাহলে তাদের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এবং তারা খুব শিগগিরই আমেরিকার বাজার হারাবে। অন্য কোনও বোকা দেশ খুঁজে নিতে বলুন তাদের!”
ট্রাম্প আরও বলেন, BRICS কখনই আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করতে পারবে না। যারা এই চেষ্টা করবে, তারা শুল্কের মুখে পড়বে এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে পারবে না।
ভারতের অবস্থান কী?
ভারত বারবার বলছে যে BRICS-এর নিজস্ব মুদ্রা চালুর কোনও পরিকল্পনা নেই। ভারতের জন্য ডলারই সবচেয়ে সুবিধাজনক মুদ্রা। কারণ আন্তর্জাতিক বাণিজ্যে এটি সবচেয়ে স্থিতিশীল এবং ভারতীয় কোম্পানিগুলোর জন্য লেনদেন সহজ করে।
এছাড়া, ভারত চাইছে না যে BRICS পুরোপুরি আমেরিকার সঙ্গে বিরোধে জড়াক। কারণ ভারতীয় অর্থনীতির একটা বড় অংশই আমেরিকার সঙ্গে বাণিজ্যের উপর নির্ভরশীল।
ট্রাম্পের হুমকি বাস্তবায়ন হবে কি?
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুমকি মূলত রাজনৈতিক। কারণ, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারের সময় থেকে এই কথা বলছেন।
এখনও নিশ্চিত নয় যে তিনি আদৌ BRICS-এর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেবেন কিনা। যদিও ট্রাম্পের কট্টরপন্থী নীতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে কিছু উত্তেজনা তৈরি হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ভারত বা BRICS-এর অন্য কোনও দেশ ডলার ছেড়ে নতুন মুদ্রা চালু করার পথে নেই। তাই এই হুমকি আপাতত ফাঁকা বুলিই থেকে যাবে।