ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যান্সারে আক্রান্ত অস্কারে মনোনয়নপ্রাপ্ত বাঙালি পরিচালক শৌনক সেন(Shaunak Sen)। বেশ কিছুদিন ধরে তাঁকে ভোগাচ্ছে মারণ ব্যাধি। কোনও শারীরিক সমস্যা ছিল না কখনই। হঠাৎই একদিন ধরা পড়ল কিডনিতে টিউমার। অস্ত্রোপচারে বাদ পড়েছে তাঁর কিডনির একাংশও। তবে ক্যানসারের কাছে দমে যাননি। বরং অদম্য মনের জোর নিয়েই হাসপাতালের বিছানা থেকে ক্যানসারের সাথে যুদ্ধ করছেন তিনি।
৯৫ তম অস্কারে মনোনয়ন (Shaunak Sen)
২০২৩ সালে পূর্ণদৈর্ঘ্যের ডকুফিল্ম বিভাগে মনোনীত হয়েছিলেন শৌনক সেন(Shaunak Sen)। ২০২৩ সাল, ৯৫ তম অস্কারের মঞ্চে পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’। চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা পেয়েও শেষ দৌড়ে সেরার শিরোপা হাতছাড়া হয় তাঁর। ৯৫তম অস্কারের মঞ্চে পুরস্কার হাতছাড়া হলেও সেই বাঙালি ছেলের জন্য হাততালি গোটা ভারতীয় বিনোদন জগত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্কারজয়ী প্রযোজক গুনীত মোঙ্গা, মীরা নায়ার-সহ আরও অনেকেই। শৌনকের ছবির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্কারজয়ী প্রযোজক গুনীত মোঙ্গা।
‘অল দ্যাট ব্রিদস’ (Shaunak Sen)
শৌনক(Shaunak Sen) থাকেন দিল্লিতে। অস্কারে তাঁর মনোনয়নপ্রাপ্ত তথ্যচিত্রটি মোট ৯০ মিনিটের। তা মহম্মদ সৌদ এবং নদিম শেহজাদ নামের দুই ভাইয়ের গল্প। আহত পাখিদের, বিশেষ করে ব্ল্যাক কাইটসদের উদ্ধার করে তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করেন এই দুই ভাই। তাঁদের কাহিনি ক্যামেরাবন্দি করেছেন শৌনক। কানের মঞ্চে গোল্ডেন আই পুরস্কার জেতার পাশাপাশি সানড্যান্স চলচ্চিত্র উৎসবেও ‘ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জ্যুরি প্রাইজ’ পেয়েছিল ‘অল দ্যাট ব্রিদস’।
আরও পড়ুন:Sweta-Rubel Marriage: বিয়ের পিঁড়িতে শ্বেতা-রুবেল, আমন্ত্রিত কারা?
অক্টোবরে ধরা পড়ে মারণরোগ
বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন শৌনক সেন(Shaunak Sen)। গত অক্টোবর মাসেই তাঁর শরীরে ধরা পড়ে মারণরোগ। ২০২৪ সালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শৌনক। গত অক্টোবরে সাধারণ কিছু শারীরিক পরীক্ষা করাতে গিয়ে জানতে পারেন তাঁর কিডনিতে একটি টিউমার রয়েছে। পরে জানা যায় তা ‘ম্যালিগন্যান্ট’। সেই সময় থেকেই শুরু হয় চিকিৎসা। যদিও রোগ ধরার পর আগে পর্যন্ত কিডনি সংক্রান্ত সমস্যা, কোনও উপসর্গ ছিল না তাঁর শরীরে।
কী বললেন শৌনক?
শৌনকের বললেন, ‘‘রোগটা ধরার পড়ার আগে পর্যন্ত শরীরে কোনও ধরেনর অসুস্থতা ছিল না। এমনকি আমার বংশানুক্রমেও ক্যানসারের কোনও ইতিহাস নেই। সে ভাবে ধূমপান বা মদ্যপানও করি না। ধরার পড়ার পরই অস্ত্রোপচারের কথা বলা হয় আমাকে। ২৬ ডিসেম্বর নেফ্রোটমি করে আমার কিডনির একাংশ বাদ দেওয়া হয়।’’ অস্ত্রোপচার সফল হয়েছে, ক্যানসার অংশ বাদ দেওয়া হয়েছে। তবে একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় খুব তাড়াতাড়ি পদক্ষেপ করা গিয়েছে বলে জানান শৌনক। তিনি আরও বললেন ‘‘এই সুযোগে সমাজ মাধ্যম থেকে দূরে থাকার একটা ছুঁতো পেয়ে গিয়েছি।’’
আরও পড়ুন:Kabuliwala: জেলবন্দিরা মঞ্চস্থ করবেন রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’
পোস্টে সাহস জুগিয়ে আরোগ্য কামনা
একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার ফলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে পেরেছেন বলে জানিয়েছেন শৌনক। তিনি বলছেন, আমার পুজো, দিওয়ালি, ক্রিস্টমাস, নতুন বছরের শুরুটা সবটাই হাসপাতালের বিছানায় কাটল। আপাতত তিনি সেরে উঠছেন। শৌনকের শেয়ার করা ছবিতেই দেখা গেল, তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মীরা নায়ার, তিলোত্তমা সোম-সহ তাঁর বন্ধুবান্ধবদের অনেকে। শৌনকের এই পোস্টে সাহস জুগিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন রিচা চাড্ডা, কিরণ রাও, শেখর কাপুর, গুনীত মোঙ্গা, অদিতি রাও হায়দরি, গায়িকা জুন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।