Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৭ জুন শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) চলে যাওয়াটা মেনে নিতে পারেনি কেউই। তাঁর ভক্তরা সর্বক্ষণই তাঁদের প্রিয় শিল্পীর অভাব অনুভব করছেন। মাত্র ৪২ বছর বয়সে এভাবে তাঁর জীবনের ছন্দপতন হবে তা ভাবতে পারেননি তাঁর অনুরাগীরাও। শেফালির অকাল প্রয়াণে শোকস্তব্ধ ফিল্ম দুনিয়া। শেফালি চলে যাওয়ার বেদনার ক্ষত ফুটে উঠলো স্বামী পরাগের পোস্টে।
কটাক্ষের শিকার (Shefali Jariwala)
আচমকাই এভাবে শেফালির (Shefali Jariwala) মৃত্যু মেনে নিতে পারেননি স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi)। শেফালী চলে গেছেন প্রায় ৭ দিন। পরাগ আজও তাঁর স্মৃতি আগলে। তবে এর মধ্যেও তিনি কটাক্ষের শিকার হয়েছেন। শেফালির মৃত্যুর পরের দিন পরাগ সিম্বাকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোন। ফলে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন তিনি। তবে তাঁর শেয়ার করা পোস্টের মধ্যে ফুটে উঠেছে, শেফালি ছাড়া তিনি কতটা একা হয়ে পড়েছেন।
কী লিখলেন? (Shefali Jariwala)
পরাগ ত্যাগী (Parag Tyagi) জানান, ‘শেফালিকে সবাই ‘কাঁটা লাগা গার্ল ‘বলেই মনে রাখবে। তবে চোখে যতটা দেখা যায়, তার থেকেও বেশি কিছু ছিল শেফালী (Shefali Jariwala)। মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড ছিল সে।’ স্বামী পরাগের মতে, শেফালির একটি ভালো গুন ছিল। সে সকলকে স্বার্থহীন ভাবে ভালবাসতে পারত। অর্থাৎ অনেকটাই মায়ের মতো, নিজের থেকে অন্যদের বেশি খেয়াল রাখত সে। শুধু তাই নয়, তাঁর কাজের ধরনও ছিল অন্যরকম।” সবাইকে ভালোবেসে আগলে রাখতে পারতেন শেফালি। পরাগের কথায় আরও জানা যায়, তাঁদের পোষ্য সিম্বার কাছে শেফালি হয়ে উঠেছিলেন অসাধারণ মা।
আরও পড়ুন: Dear Maa: মায়ের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা! বাংলা ছবির প্রচারে অমিতাভ বচ্চন
অনুপ্রেরণা
পরাগ ত্যাগীর (Parag Tyagi) মতে, তিনি শেফালীকে উজ্জ্বল ব্যক্তিত্বের জন্য মনে রাখতে চান, কোনও শোক নয়। শেফালির জীবন-যাপন তাঁকে পথ চলার অনুপ্রেরণা জোগাত। আর তিনি সেভাবেই জীবনটা কাটাতে চান।
আরও পড়ুন: Swastika Dutta: চোখে অসহ্য যন্ত্রণা, ভূতের হোটেলে গুরুতর আহত স্বস্তিকা!
জনপ্রিয় অভিনেতা
পরাগ ত্যাগী (Parag Tyagi) একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি জি টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতায়’ (Pavitra Rishta) অর্চনার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আর এই ধারাবাহিকের হাত ধরে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাছাড়া ‘নাচ বলিয়ে’র ৭ সিজনে শেফালির সাথে তিনি প্রতিযোগিতা করেছিলেন।