ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) চলে যাওয়ার পর কটাক্ষের মুখে পড়তে হয় শেফালির স্বামী পরাগ ত্যাগীকে (Parag Tyagi)। এবার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁদের পোষ্য সিম্বা নাকি অসুস্থ। এমনকি অনেকেই এও বলছে, সে নাকি পৃথিবীতে আর নেই। তবে এই খবর পুরোপুরি রটনা। শেফালির স্বামী পরাগ ত্যাগী কী বললে এই খবর নিয়ে?
সিম্বাকে নিয়ে গুজব (Shefali Jariwala)
২৭ জুন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি (Shefali Jariwala) চলে যান। তাঁর চলে যাওয়াটা অনেক অনুরাগী মন থেকে মেনে নিতে পারেননি। তারপরও শুরু হয় কটাক্ষ। অর্থাৎ ২৮ জুন পরাগ ত্যাগী (Parag Tyagi) যখন তাঁদের পোষ্য সিম্বাকে নিয়ে রাস্তায় বেরোন, তখন অনেকেই তাঁকে সমালোচনা করেন। এবার গুজব শোনা যায়, সিম্বা নাকি পৃথিবীতে নেই। আবার অনেকেই বলছেন, সে নাকি মা শেফালিকে ছাড়া খুব অসুস্থ হয়ে পড়েছে। তবে এই গুজবে আর চুপ থাকতে পারলেন না শেফালির স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi)।
কী বললেন সিম্বাকে নিয়ে? (Shefali Jariwala)
সিম্বাকে নিয়ে নানা রকম গুজব সত্যিই বেদনাদায়ক। কারণ কিছু হৃদয়হীন মানুষ এখনও আছেন, যারা মিথ্যে গুজব রটাতে কিন্তু বোধ করেন না। সমাজ মাধ্যমে পরাগ ত্যাগী এক ভিডিও শেয়ার করেছেন। যাতে স্পষ্ট এই গুজবের উত্তর। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় এক বৃদ্ধার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন শেফালির (Shefali Jariwala) স্বামী পরাগ। আর তাঁর সাথে রয়েছে তাঁদের পোষ্য সিম্বাও। সেই বৃদ্ধা আশীর্বাদ করছেন দু’জনকে। পরাগ ভিডিওতে জানিয়েছেন, শেফালির পারলৌকিক রীতি পালনে সিম্বা শামিল হয়েছে। অর্থাৎ সন্তানের মতনই সিম্বা শেফালির কাজ করে গিয়েছে।
আরও পড়ুন: Tota Roy Chowdhury: বহুদিন পর কামব্যাক!ঋতুপর্ণা-টোটা ফিরছেন একই ছবিতে
চিন্তিত হয়ে পড়া
পরাগ এও জানান, সিম্বা সুস্থ ও সবল রয়েছে। আর কিছু হৃদয়হীন মানুষ তাঁদের সন্তানের স্বাস্থ্য নিয়ে ভুল খবর ছড়িয়েছে সমাজ মাধ্যমে দৃষ্টি আকর্ষণের জন্য। যেটা বাঞ্ছনীয় নয়। সাথে পশু প্রেমীরা সিম্বার সুস্থ থাকার খবরে খুশি হয়েছেন। সিম্বার অসুস্থতার খবরে তাঁরা চিন্তিত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: Abhishek Bachchan: ফোন ছাড়াই বড় হচ্ছে আরাধ্যা! ঐশ্বর্যর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক
সিম্বা সন্তানতুল্য
আসলে সিম্বার বিষয়ে গুজব রটেছে। সম্ভবত অনেকেই ভেবেছেন পোষ্যরা যেহেতু নিজের সন্তানের মতো থাকে, তাই বাড়ির কেউ হঠাৎ চলে গেলে তাঁর প্রভাব সেই পোষ্যর উপর পড়ে। এখানেও হয়ত তেমনটাই হয়েছে বলে মনে করছেন অনেকেই। শেফালি ও পরাগ ত্যাগির কাছে সিম্বা সন্তানতুল্য। তাই শেফালির চলে যাওয়াতে হয়ত সিম্বা অসুস্থ হয়ে পড়েছে। তবে পরাগের দেওয়া সিম্বার সুস্থ থাকার খবরে নিশ্চিন্ত শেফালির অনুরাগী ও পোষ্য প্রেমীরা।