Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : চলতি মাসেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) সঙ্গে বৈঠকে বসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Sharif Meet With Trump)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা চলাকালীন নিউইয়র্কে আলাদা ভাবে এই বৈঠক হতে পারে।
সূত্রের দাবি, বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত থাকবেন। সাম্প্রতিক সময়ে শরিফের সব গুরুত্বপূর্ণ বৈঠকে মুনির থাকছেন, তাই ট্রাম্পের সঙ্গেও তিনি থাকবেন বলেই অনুমান।
আলোচনার মূল বিষয় (Sharif Meet With Trump)
পাকিস্তানি সংবাদমাধ্যমের মতে, (Sharif Meet With Trump) বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে—
- পাকিস্তানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি
- কাতারে ইজ়রায়েলের হামলার প্রভাব
- ভারতের সঙ্গে চাপানউতর ও সীমান্ত উত্তেজনা
যদিও ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মুনিরের উত্থান (Sharif Meet With Trump)
ভারতের ‘সিঁদুর অভিযান’-এর পর পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করেছে ইসলামাবাদ(Sharif Meet With Trump)। তার পর থেকেই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে শরিফের পাশাপাশি মুনিরকে দেখা যাচ্ছে। গত জুনে হোয়াইট হাউসে ট্রাম্প ও মুনিরের বৈঠকও আলোচনার কেন্দ্রে এসেছিল।
আরও পড়ুন : Mother Dairy : জিএসটি সংস্কারের পর লিটারে ২ টাকা দুধের দাম কমাচ্ছে মাদার ডেয়ারি
ট্রাম্প-মুনির বৈঠকের স্মৃতি
জুন মাসে মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি নিজেকে “সম্মানিত” মনে করছেন। সেই সময় ইরান-ইজ়রায়েল সংঘাত চলছিল। তখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে পাকিস্তানের মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে পারে আমেরিকা। যদিও পরে সেটির প্রয়োজন হয়নি(Sharif Meet With Trump)।
ওই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো ও পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। মুনিরের সঙ্গে উপস্থিত ছিলেন আইএসআই প্রধান আসিম মালিক।
উল্লেখযোগ্যভাবে, সেই সময়ই মুনির ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছিলেন, ভারত-পাকিস্তান “যুদ্ধ থামানোর” জন্য। যদিও ভারত সেই দাবিকে সরাসরি খারিজ করে দেয়।
আরও পড়ুন : Indian Railway Reservation : অনলাইনে রেলের টিকিট বুকিং-এ প্রথম ১৫ মিনিট বাধ্যতামূলক আধার কার্ড!
পাকিস্তান-মার্কিন সম্পর্কের নতুন মাত্রা(Sharif Meet With Trump)
মুনিরের পরামর্শের পর থেকেই পাকিস্তান-আমেরিকা সম্পর্কে দৃশ্যমান উষ্ণতা এসেছে(Sharif Meet With Trump)।
- জুলাইয়ে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ঘোষণা করে।
- অগস্টে মুনির আবার ওয়াশিংটনে সফর করেন।
- সম্প্রতি পাকিস্তান জানিয়েছে, তাদের খনিজ ক্ষেত্রে আমেরিকা প্রায় ৫০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে।
এ বার শরিফ-ট্রাম্প বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশেষ করে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এই বৈঠকের আলোচনায় প্রাধান্য পেতে পারে।