ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে ফের এক বিস্ফোরক বিবৃতি দিলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত যুবক আবু সাইদের মৃত্যুর জন্য নিজের সরকারের দায় অস্বীকার করে তিনি সাফ জানালেন— “আমি খুন করিনি, পুলিশও করেনি। এটি ছিল ষড়যন্ত্র।”
ভিডিওবার্তায় হাসিনার মন্তব্য (Sheikh Hasina)
বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’-এর একদিন আগে, রবিবার প্রকাশিত একটি আট মিনিটের ভিডিওবার্তায় হাসিনা এই মন্তব্য করেন (Sheikh Hasina)। তাঁর অভিযোগের কেন্দ্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, “আবু সাইদকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছিল এবং এই পরিকল্পনার পেছনে ইউনূস ও তাঁর সহযোগীরাই দায়ী।”
গণ আন্দোলনের প্রতীক (Sheikh Hasina)
উল্লেখযোগ্য, গত বছর জুলাইয়ে বাংলাদেশ জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ(Sheikh Hasina)। আন্দোলনের সময় পুলিশের বন্দুকের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সাহসী এই তরুণ দ্রুতই হয়ে ওঠেন গণআন্দোলনের প্রতীক। রাষ্ট্রপুঞ্জের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছিল, সাইদকে ‘ইচ্ছাকৃত বিচার-বহির্ভূত হত্যা’র শিকার করা হয়েছিল এবং পুলিশের ৭.৬২ এমএম গুলিই ছিল মৃত্যুর কারণ।

শেখ হাসিনার দাবি (Sheikh Hasina)
তবে শেখ হাসিনা সেই দাবি নস্যাৎ করে বলেন, “পুলিশ শুধুমাত্র রবার বুলেট ছুঁড়েছিল(Sheikh Hasina)। ধাতব গুলি চালানো হয়নি। মাথায় পাথরের আঘাতেই সাইদের মৃত্যু হয়েছে।” তাঁর আরও দাবি, প্রশাসনের এক কর্মকর্তা যখন প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করছিলেন, তখন ইউনূস তাঁকে সরিয়ে দেন।

আরও পড়ুন: US China Tariff War : ১৪৫ বনাম ১২৫! দুই ‘সুপার পাওয়ার’-এর আর্থিক সংঘাতে কাঁপছে বিশ্ব
ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ (Sheikh Hasina)
এই বক্তব্যে ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন হাসিনা। তিনি বলেন, “বিদেশ থেকে টাকা এনে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন ইউনূস। স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। আমার সরকার সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করেছিল, সেগুলো আজ পুড়িয়ে দেওয়া হচ্ছে।”হাসিনার ভাষায়, “আগুন নিয়ে খেললে ইউনূসও পুড়ে মরবেন।” এমন মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক মহলে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে (Sheikh Hasina)
প্রসঙ্গত, গত অগস্টে আন্দোলনের চাপে সরকার হারানোর পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন(Sheikh Hasina)। দিন কয়েক আগে তিনি একটি ভিডিওবার্তায় বলেছিলেন, “আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ আমি বাংলাদেশে ফিরব।” এদিনের নতুন বার্তায় তিনি ফের তাঁর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন।হাসিনার বক্তব্যে উঠে এসেছে আরও অভিযোগ— গত কয়েক মাসে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া ও হাসপাতাল বন্ধ করার মতো ঘটনা। তাঁর দাবি, এসবই হয়েছে পরিকল্পিতভাবে, দেশের স্থিতিশীলতা ধ্বংস করার লক্ষ্যে।
আদালত ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া(Sheikh Hasina)
এই ঘটনার পর দেশের রাজনীতি আরও দ্বিধাবিভক্ত হয়ে উঠেছে। একদিকে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর দলের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা, অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর দিক থেকে উঠে আসছে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ। আবু সাইদের মৃত্যুর তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের ভূমিকা নিয়ে এখন পুরো দেশের চোখ আদালত ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার দিকে।