ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দেশখালির ঘটনায় সিবিআই-এর মামলা থেকে জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান (sheikh Shahjahan Sandeshkhali)। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।
সিবিআই-এর মামলা থেকে জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালি ঘটনায় সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হওয়া শেখ শাহজাহান (sheikh Shahjahan Sandeshkhali)। আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি আদালত দিয়েছে বলে জানা গিয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।

কোন অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান? (sheikh Shahjahan Sandeshkhali):-
সন্দেশখালির ঘটনায় গত বছরের ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি (sheikh Shahjahan Sandeshkhali)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, শাহজাহানের দু’টি নম্বরে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হলে দীর্ঘক্ষণ সেই ফোন নম্বর দু’টি ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। কিন্তু ইডির কথা শুনেই তিনি ফোন কেটে দেন। কয়েক মুহূর্তের মধ্যেই শাহজাহানের বাড়ির সামনে দুই-তিন হাজার লোক জড়ো হয়ে ইডির আধিকারিকদের ঘিরে ফেলেন।
আরও পড়ুন: https://tribetv.in/jaishankar-on-ior-security-calls-for-joint-efforts/

আরও পড়ুন: https://tribetv.in/tribute-to-pratul-mukhopadhyay-at-rabindra-sadan/
তাঁদের মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই তিনি বেপাত্তা হয়ে যান। এই ঘটনার ৫৫ দিনের মাথায় সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর উপর। শাহজাহানকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অপর তদন্তকারী সংস্থা ইডি-ও গ্রেফতার করে শাহজাহানকে। এবার সিবিআই-এর সেই মামলা থেকে জামিন পেতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শেখ শাহজাহান (sheikh Shahjahan Sandeshkhali)।