ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে হঠাৎ হাজির জিনিয়া আর শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee)। গোয়েন্দা দপ্তর থেকে বেরিয়ে আসতেই তাঁরা ক্যামেরা বন্দি হলেন। সেই ছবি এখন ঘুরছে নেট পাড়ায়। কিন্তু তাঁরা হঠাৎ কেন গোয়েন্দা দপ্তরে গিয়েছিলেন? তবে কি দেব ভক্তদের বিরুদ্ধে নালিশ ঠুকতে গিয়েছিলেন? উঠছে প্রশ্ন।
চলছে সমালোচনা (Shiboprosad Mukherjee)
ইতিমধ্যেই দেব ভক্তদের কটাক্ষের কারণে কম সমালোচনা আলোচনা চলছে না। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) আচমকা দেব ভক্তদের একাংশের রোষানলে পড়েছেন। এমনকি পেয়েছেন হুঁশিয়ারি। যদি তিনি দেবের সঙ্গে একসঙ্গে সিনেমা রিলিজ করেন, তাহলে দেব ভক্তদের পাওয়ার যে কি জিনিস, তা তাঁকে দেখিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে একেবারেই চুপ থাকেননি চিত্রনাট্যকার জিনিয়া সেন। তিনিও পাল্টা উত্তর দিয়েছেন। কিছুটা পুষ্পা স্টাইলে।
মুখে কুলুপ তারকা দম্পতির (Shiboprosad Mukherjee)
গত মঙ্গলবার দিনভর সোশ্যাল মিডিয়ায় চলেছে বিতর্ক। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) জিনিয়াকে দেখা গেল, একেবারে ভবানী ভবনে। স্বাভাবিক ভাবে প্রশ্ন তো উঠবেই। তাহলে কি, এই তারকা দম্পতি গোয়েন্দা দপ্তরে নালিশ করতে গিয়েছিলেন? টলিপাড়ার এই তারকা দম্পতি এই বিষয়ে কোনও কথা বলেননি। তবে এটা ঠিক রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকে জিনিয়া আর শিবপ্রসাদকে বেরোতে দেখা গিয়েছে। এছাড়াও অনেকে মনে করছেন, নিশ্চয়ই কোনও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তাই তাঁরা দেখা করতে গিয়েছিলেন গোয়েন্দা দপ্তরের পুলিশ কর্তাদের সঙ্গে।
আরও পড়ুন: Malaika Arora Dance: বোল্ড লুকে মালাইকার পাগলের মতো নাচ, দেখে ছি ছি করছে নেটপাড়া!
‘রক্তবীজ ২’ ছবিতে পুলিশ দপ্তরের গৌরবময় অ্যাখ্যান
দেব ভক্তদের একাংশ যে কটাক্ষ করেছিল, যেভাবে হুঁশিয়ারি দিয়েছিল, সেই হুঁশিয়ারি ভবানী ভবন যাওয়ার কারণ কি না তা জানা যায়নি। এক্ষেত্রে অন্য কারণও থাকতে পারে। আর একটা জল্পনা রয়েছে। চলতি বছর উইন্ডোজ প্রযোজনার সংস্থা নিয়ে আসতে চলেছে রক্তবীজ সিনেমার সিকুয়েল। অর্থাৎ ‘রক্তবীজ ২’ ছবিতেও দেখতে পাবেন পুলিশ দপ্তরের এক গৌরবময় অ্যাখ্যান। এমনও হতে পারে, যে শিবপ্রসাদ আর জিনিয়া রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবন গিয়েছিলেন এই ছবির কিছুটা হোমওয়ার্কের জন্য।
আরও পড়ুন: Madhumita Sarcar: বাজারে গিয়ে ১০ হাজার ফুল কিনলেন মধুমিতা, তাহলে কি অভিনেত্রী নতুন পেশায়?
দেব ভক্তদের হুঁশিয়ারি
আসলে পুরো জল্পনার সূত্রপাত হয়েছে, গতকাল মঙ্গলবার। আচমকাই দেব ভক্তদের একাংশ শিবপ্রসাদকে আক্রমণ করতে শুরু করেন। পরিচালককে ট্যাগ করে একাধিক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করতে থাকেন তাঁর স্ত্রী জিনিয়া। যেখানে লেখা ছিল “দেবদার সাথে রিলিজ বন্ধ কর, না হলে তোর অবস্থা খারাপ হবে। দেব ফ্যান পাওয়ার জানিস না কি জিনিস। ওয়ার্নিং দিচ্ছি। শুধরে যা। না হলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেবো”।
পাল্টা জবাব জিনিয়ার
তারই পাল্টা জবাব দেন জিনিয়া। লেখেন ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়া লাইফের একটা অংশ। মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারিনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা পুষ্পা বলেছিল, ‘ হাম ঝুঁকেগা নেহি’। শোনা যাচ্ছে, বিগত বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে তাঁদের কটাক্ষের শিকার হতে হয়েছে। লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন জিনিয়া ও শিবপ্রসাদ।