ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দিল্লিতে (Delhi Weather) শীতের দাপট শুরু হয়ে গিয়েছে। শুধু দিল্লিই নয়, তাপমাত্রা নামতে শুরু করেছে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও। শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে চলছে কুয়াশার দাপটও। রবিবারই মরশুমের প্রথম তুষারপাত (snowfall) দেখেছে হিমাচল (Himachal Pradesh)। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। ফলে শীতে কার্যত জবুথবু অবস্থা উত্তর ভারতের বাসিন্দাদের।
পূর্ব ভারতে শীতের চাবিকাঠি বলা হোক বা প্রাণভোমরা, সাধারণ ভাবে সেটা লুকিয়ে থাকে সুদূর কাশ্মীর (Kashmir) আর হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পাহাড়ে। রবিবার মরশুমের প্রথম তুষারপাত(snowfall) হল সিমলায় (Simla)। রিপোর্ট অনুযায়ী, নব্বইয়ের দশকের পরে এই প্রথমবার ডিসেম্বরের শুরুতেই তুষারপাত হল হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। তবে শুধু সিমলা নয়, কুরফি, ফাগু, নারকোন্ডার মতো জায়গাও বরফের সাদা আস্তরণে ঢেকে গিয়েছে। আর তাতে মজেছেন পর্যটকরা (weather)। অনেকেই ভাবেননি যে এই সময় সিমলায় তুষারপাত হবে। বরফের হালকা চাদরে ঢেকে আছে লাহুল। নতুন করে তুষারপাত হয়েছে অন্যান্য উঁচু জায়গাতেও। তুষারপাতের ফলে কিছু জায়গায় যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে।
আরও পড়ুন: দূষণে জেরবার দিল্লি-মুম্বই, সাদা বরফে ঢেকেছে ভূস্বর্গ
আরও পড়ুন: Kashmir Literature Festival: শেষ হল কাশ্মীর সাহিত্য উৎসব, উৎসবে বর্ণিত ভূস্বর্গের সৌন্দর্য
আবহাওয়া দফতরের (Weather office) তরফে জানানো হয়েছে, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তুষারপাত (Snowfall) চলবে। বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গেছে। আর তার ফলে স্বভাবতই জাঁকিয়ে ঠান্ডা (Weather) চলবে। দিল্লিতেও কামড় বসাতে শুরু করেছে শীত। শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে রাজধানীতে। পারদ পতনের ফলে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এইমস, লোধি রোড, নিজামউদ্দিন ফ্লাইওভার সহ একাধিক জায়গায় খোলা হয়েছে রাতের আশ্রয়কেন্দ্রে। শীতের কনকনে হাওয়ার দাপটে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে পথযাত্রীদের। আশ্রয় নিয়েছে বেশ কয়েকজন শিশু।
সাধারণত নভেম্বরের শুরু থেকেই কমবেশি শীতের আমেজ অনুভূত হতে শুরু করে দেশে। কিন্তু এ বছর নভেম্বরে তাপমাত্রা (Weather) ছিল যথেষ্ট বেশি। ডিসেম্বর প্রথম সপ্তাহের পর থেকে শীতের আমেজ পেতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের জনগণ। বিশ্ব উষ্ণায়নের ফলে এমনিতেই পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। বদলাচ্ছে জলবায়ুর প্রকৃতিও। সেই আবহে এ বার শীতের আগমনে দেরি ভাবাচ্ছে পরিবেশপ্রেমীদের।