ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “বাবর আজম ‘প্রতারক’, শুরু থেকেই ভুল পথে”; কেন একথা বললেন শোয়েব আখতার (Shoaib Akhtar on Babar Azam)? ভারতের সঙ্গে ম্যাচ হারার পরেই বিস্ফোরক মন্তব্য করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েবের বিস্ফোরক মন্তব্য (Shoaib Akhtar on Babar Azam)
পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার বাবর আজমকে কড়া ভাষায় আক্রমণ করেছেন (Shoaib Akhtar on Babar Azam)। তিনি বলেছেন, “বাবর আজম একজন প্রতারক, শুরু থেকেই তিনি প্রতারণা করে আসছেন।”
শোয়েব বলেন, “আমরা সবসময় বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা করি। এখন বলুন, বিরাট কোহলির নায়ক কে? শচীন টেন্ডুলকার। তিনি ১০০ শতক করেছেন, আর বিরাট তার সেই উত্তরাধিকারকে অনুসরণ করছে।” তিনি আরও বলেন, “বাবর আজমের নায়ক কে? ‘টুক টুক’ (কোনো নাম না নিয়েই তিনি ইঙ্গিত করেন)। আপনি ভুল নায়ক নির্বাচন করেছেন। আপনার চিন্তাভাবনাই ভুল। আপনি শুরু থেকেই প্রতারক।”
পাকিস্তান ক্রিকেট নিয়ে হতাশ শোয়েব (Shoaib Akhtar on Babar Azam)
পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে শোয়েব চরম হতাশা প্রকাশ করেন (Shoaib Akhtar on Babar Azam)। তিনি বলেন, “আমি আসলে পাকিস্তান ক্রিকেট নিয়ে কথা বলতেও চাই না। আমি শুধু পারিশ্রমিক পাচ্ছি বলেই এটা করছি। এটা সময়ের অপচয়।”
শোয়েব আরও বলেন, “আমি ২০০১ সাল থেকেই এই অবনতি দেখে আসছি। আমি এমন অধিনায়কদের সঙ্গে কাজ করেছি, যাদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলে যেত।”
আরও পড়ুন: Kohli New Record: বিরাট কোহলির নতুন মাইলফলক! দ্রুততম ১৪,০০০ রান ছোঁয়া ব্যাটসম্যান হলেন তিনি
পাকিস্তানের টানা দুই হার
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর রবিবার ভারতও পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে।
বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ শোয়েব
বিরাট কোহলির শতরানের ইনিংস দেখে শোয়েব মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, “আমরা আগেও দেখেছি, যখন বিরাট কোহলিকে বলা হয় যে তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে, তখন সে শতরান করবেই।”
তিনি আরও বলেন, “তার জন্য টুপি খোলা সম্মান। সে এক কথায় সুপারস্টার! সে একদিনের ক্রিকেটের সেরা রান তাড়া করা ব্যাটসম্যান! আধুনিক ক্রিকেটের মহানায়ক! তার সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমি তার জন্য খুব খুশি। সে সমস্ত প্রশংসার দাবিদার।”
পাকিস্তান দলের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ শোয়েব
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বুদ্ধিহীন এবং দিশাহীন ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। তিনি বলেন, “আমি ভারতের বিপক্ষে পরাজয়ে একটুও অবাক হইনি, কারণ আমি জানতাম এটা হবেই। আপনি পাঁচজন বোলার নিয়ে খেলতে পারেন না, পুরো বিশ্ব ছয়জন বোলার নিয়ে খেলছে। আপনি দুই অলরাউন্ডার নিয়ে খেলতে যাচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণ মস্তিষ্কবিহীন এবং clueless ম্যানেজমেন্ট। আমি সত্যিই খুব হতাশ।”
শোয়েব এই হতাশার কথা নিজের X (আগে টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা এক আবেগপ্রবণ ভিডিওতে এই কথা বলেন।