ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ফিরে আসছেন এমএস ধোনি (Dhoni CSK Skipper)। আইপিএল ২০২৫-এর বাকি সময় তিনি পাঁচবারের চ্যাম্পিয়নদের অধিনায়ক থাকবেন।
গায়কওয়াড ছিটকে যাওয়ায় ধোনির হাতে অধিনায়কত্ব (Dhoni CSK Skipper)
চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেছেন (Dhoni CSK Skipper)। তাঁর কনুই ভেঙে যাওয়ায় গোটা মরসুম আর খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেন সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলেন, “ঋতুরাজ গায়কওয়াড কনুইয়ের চোটে আইপিএল থেকে ছিটকে গেছেন। এমএস ধোনি অধিনায়কত্বে ফিরছেন।” জানা গিয়েছে, জোফ্রা আর্চারের একটি শর্ট বলের আঘাতে এই চোট পান গায়কওয়াড।
শুক্রবার কলকাতার বিরুদ্ধে নেতৃত্বে ফিরছেন ধোনি (Dhoni CSK Skipper)
৫ বার আইপিএল জয়ী অধিনায়ক ধোনি শুক্রবার চেন্নাইতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আবার নেতৃত্বে ফিরছেন (Dhoni CSK Skipper)। সিএসকের পক্ষ থেকে জানানো হয়েছে, “ঋতুরাজ গায়কওয়াড এই মরসুমে দল থেকে ছিটকে গেছেন। তাঁর কনুইয়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। এমএস ধোনি নেতৃত্বে ফিরছেন।”
দুর্দশায় থাকা সিএসকে ধোনির ওপর ভরসা রাখছে
চলতি আইপিএলে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। এখনো পর্যন্ত ৫টি ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দল। ১০ দলের টেবিলে তারা এখন নবম স্থানে। এই অবস্থায় ধোনির ওপর অনেকটাই দায়িত্ব পড়ছে দলকে আবার জয়ের পথে ফেরানোর।
গায়কওয়াডকে অধিনায়ক করার পিছনের গল্প জানালেন ধোনি
৪৩ বছরের ধোনি ২০২৪ মরসুমের শুরুতে গায়কওয়াডকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। ধোনি বলেন, “ঋতুরাজ অনেকদিন ধরেই আমাদের দলে আছে। ওর মেজাজ শান্ত, খুবই সংযত। সেই কারণেই ওকে অধিনায়ক হিসেবে ভাবা হয়েছিল।” ধোনি আরও জানান, “আমি ওকে বলেছিলাম, আমার পরামর্শ মানতেই হবে এমন কিছু নয়। আমি চেষ্টা করব বেশি হস্তক্ষেপ না করতে। অনেকে ভেবেছিল আমি নেপথ্যে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সত্যি হল, ৯৯ শতাংশ সিদ্ধান্ত ঋতুরাজ নিজেই নিচ্ছিল।”
টি-টোয়েন্টি ক্রিকেটের পরিবর্তন নিয়ে মন্তব্য ধোনির
টি-টোয়েন্টি ক্রিকেটের বিবর্তন নিয়েও ধোনি বলেন, “এখনকার ব্যাটসম্যানরা অনেক বেশি ঝুঁকি নিতে রাজি। তারা বিশ্বাস করে যে সঠিক ক্রিকেট শট দিয়েও বড় রান করা যায়। তারা শট বেছে নেওয়াতেও নতুন নতুন কৌশল আনছে। রিভার্স স্কুপ, পেসারদের বিরুদ্ধে রিভার্স সুইপ — সব কিছু এখন চালু।”
আরও পড়ুন: PBKS vs CSK: রানের বন্যা! পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে বিপর্যস্ত চেন্নাই শিবির
তিনি আরও বলেন, “আমিও আলাদা নই। আমাকেও মানিয়ে নিতে হচ্ছে। যেভাবে আমরা ২০০৮-এ টি-টোয়েন্টি খেলতাম, আর যেভাবে গত বছর আইপিএল খেলেছি, তার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। আগের উইকেটে অনেক টার্ন থাকত, এখন ভারতের উইকেট অনেকটাই ব্যাটসম্যানদের সহায়ক হয়ে উঠেছে।”
ধোনির এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। এখন দেখার, দলের দুর্দশা থেকে বের করতে কিংবদন্তি অধিনায়ক কতটা সফল হন।