Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে জল্পনার অবসান । খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার শেষ শুটিং হয়ে গেল ‘মিত্তির বাড়ি’র (Mittir Bari)। পর্দায় ঠিকঠাক জমল না ধ্রুব জোনাকির গল্প । যদিও গল্প যে দর্শকের পছন্দ হয়নি, তা নয়। পর্দায় ধ্রুব জোনাকি জুটির জনপ্রিয়তা কম নয়। কিন্তু তারপরেও কেনই বা ধারাবাহিকটি পিছিয়ে পড়ল।? তবে কি টিআরপির কারণে এমন হাল? কম টিআরপি শেষ করে দিল মিত্তির বাড়িকে?
মেয়াদ কম (Mittir Bari)
বর্তমানে দেখা যায় অধিকাংশ ধারাবাহিকের মেয়াদ ছয় মাস, বড়জোর এক বছর । ব্যতিক্রম যে নেই, তা নয়। বহু ধারাবাহিক আছে বছরের পর বছর চলছে। কিন্তু অধিকাংশ ধারাবাহিকের ভবিষ্যতের মেয়াদ খুব একটা বেশি দিনের হয় না। সেই তালিকাতেই পড়ে গেল ‘মিত্তির বাড়ি’।
যখন মিত্তির বাড়ি শুরু হয়েছিল, তখন দর্শকদের আলাদা উচ্ছ্বাস ছিল (Mittir Bari) । কারণ নতুন জুটি পেয়েছিল তারা, পারিজাত আর আদৃত (Parijat – Adrit) জুটি। তবে এই জুটি পর্দায় আসার পর থেকেই নানান সমালোচনা সম্মুখীন হয় । অনেকেই ‘মিঠাই ‘ ধারাবাহিকের সৌমিতৃষ্ণার (Soumitrisha) সঙ্গে পারিজাতের (Parijat) তুলনা করতে থাকে। যদিও ধীরে ধীরে দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন পারিজাত চৌধুরী (Parijat Chaudhuri)।
টিআরপির ধাক্কা (Mittir Bari)
শেষমেষ টিআরপি ধাক্কার ঝড় সামলাতে পারল না ‘মিত্তির বাড়ি’। শোনা গিয়েছে বর্তমানে অনেকগুলি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় (Zee Bangla)। আর নতুন ধারাবাহিক আসা মানেই, পুরাতনদের বিদায়। বিশেষ করে টিআরপি কম থাকলে তো কথাই নেই। আসলে ‘ তুই আমার হিরো’ , ‘ আনন্দী’ ,’ মিত্তির বাড়ি’ এই সমস্ত ধারাবাহিকগুলি প্রতি অন্যরকম আশা রেখেছিল চ্যানেল (Mittir Bari)। কিন্তু টিআরপির সাথে লড়তে পারছে না এই সমস্ত ধারাবাহিকগুলি , এমনটাই মনে করছেন অনেকেই। আর যে কারণেই বন্ধ হতে চলেছে ধারাবাহিকগুলি।
আরও পড়ুন: Dhumketu: ধূমকেতুর ঝড়ে বেহাল বলিউড! যুদ্ধে জিতছেন দেব
দর্শকদের পছন্দ
অবশ্য ‘মিত্তির বাড়ি’ বন্ধ হয়ে যাবার খবর এর আগেও শোনা গিয়েছিল। তবে সে সময় জোনাকি অর্থাৎ পারিজাতের কাছ থেকে শোনা গিয়েছিল ,ধারাবাহিক শেষ হওয়ার নয়। এমনকি পর্দায় জোনাকি ধ্রুব জুটির রোমান্স দেখার চেয়ে জুটির মান অভিমান দেখতে বেশি পছন্দ করেন দর্শক, এমনটাই মনে করতেন পারিজাত (Mittir Bari)।

জায়গা দেওয়া
জি বাংলাতে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা আছে। যার প্রোমো শুট হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছে। আর বোঝাই যাচ্ছে, নতুন ধারাবাহিকগুলির জায়গা দিতে হবে পুরাতন ধারাবাহিক গুলিকে। তাই ১৮ অগাস্ট শেষ শুটিং হয়ে গেল ‘মিত্তির বাড়ি’র। দেখা যাক , নতুন কোন ধারাবাহিক আসে কার জায়গায়। আর দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে নতুন ধারাবাহিক , তা দেখার অপেক্ষায় দর্শক (Mittir Bari)।