ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্রীদেবীর (Sridevi) জায়গায় নাকি এবার আসছেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)! ব্যাপারটা কি অতটাও সহজ হবে? আবারও উড়বে সেই শিফন শাড়ির আঁচল। আজ্ঞে হ্যাঁ। ‘নাগিন ৩’ এ শ্রীদেবীর মতোই নাকি হাস্যে লাস্যে মাতাবেন শ্রদ্ধা। এমনটাই বলছে বলিউডের অন্দরের খবর। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে নাগিন (Nagina) ছবির ট্রিলজি। এখন প্রশ্ন একটাই। শ্রদ্ধা কি শ্রীদেবীর চরিত্রে দর্শকের মন জয় করতে পারবেন ? কারণ শ্রীদেবীর সেই নস্টালজিয়া ফিরিয়ে আনা অতটাও সহজ নয়। তবে এটাও ঠিক। বর্তমানে বলিউডে শ্রদ্ধা প্রমাণ করে দিয়েছেন, তিনি অভিনয়ে কতটা দক্ষ। ইতিমধ্যেই বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছে তাঁর অভিনীত ‘স্ত্রী ২’।
শ্রীদেবীর সঙ্গে শ্রদ্ধার মিল (Shraddha Kapoor)
শ্রীদেবীর সাথে শ্রদ্ধার (Shraddha Kapoor) তিনটি মিল। প্রথমত পেশায়, আর দ্বিতীয়ত নামের আদ্যক্ষর , আর তৃতীয়ত পদবীতে। সব থেকে বড় মিল হল, শ্রদ্ধা কিন্তু শ্রীদেবীর মতোই অভিনয়ে বাঁচেন। সম্প্রতি মকর সংক্রান্তিতে প্রযোজক নিখিল দ্বিবেদী এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। তারপরেই শ্রীদেবীর অনুরাগী মহলে এখন জোড় উচ্ছ্বাস। পাশাপাশি রয়েছে, চরম কৌতূহলও। শ্রীদেবীর ভূমিকায় শ্রদ্ধাকে কেমন মানাবে, সেটাই দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।
বহুদিনের প্রস্তুতি (Shraddha Kapoor)
২০২০ সালে প্রথম আভাস পাওয়া গিয়েছিল, শ্রীদেবীর নাগিন আবার পুনরায় ক্যামেরাবন্দি হতে চলেছে। ছবিটি তৈরি হতে পারে। সেখানেই দেখা যাবে শ্রদ্ধাকে (Shraddha Kapoor)। শ্রদ্ধাও সমাজমাধ্যমে সেই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু হঠাৎ করে সেই গুঞ্জন চাপা পড়ে যায়। প্রযোজক কিংবা পরিচালক এই নিয়ে আর কোনও কথা বলেননি। তারপর হঠাৎ করেই, মকর সংক্রান্তিতে ঘোষণা হয়ে গেল ছবির। অপরদিকে শ্রদ্ধা ভাগ করে নিলেন চিত্রনাট্যের খাতার ছবি। যেখানে বেশ বড় বড় করেই লেখা রয়েছে, ‘নাগিন : অ্যান এপিক টেল অফ লাভ এন্ড স্যক্রিফাইস’।
আরও পড়ুন: Alia Bhatt: খেলার মাঠে ঘাম ঝরাচ্ছেন আলিয়া, অ্যা
ইচ্ছাধারী সাপের গল্প
নাগিনের মতই এখানেও থাকবে ইচ্ছাধারী সাপের গল্প। যে সাপ অলৌকিক শক্তির অধিকারী। যখন ইচ্ছা মানুষের রূপ ধারণ করতে পারে। ছবিতে অভিনয় করার জন্য ইতিমধ্যেই শ্রদ্ধা বারংবার দেখে ফেলেছেন, শ্রীদেবী অভিনীত নাগিন আর নিগাহেন ছবি। পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজেকে ভেঙেচুরে নতুন রূপে তুলে ধরতে চাইছেন শ্রদ্ধা। চিত্রনাট্য বারবার খুঁটিয়ে পড়ছেন।
আরও পড়ুন: Abhijeet Bhattacharya: মঞ্চে নাচ দেখাতেই ব্যস্ত? দিলজিৎকে কটাক্ষ অভিজিতের
শ্রদ্ধার বাজিমাত
ব্যতিক্রমী ঘরানায় শ্রদ্ধার বাজিমাত সম্প্রতি নিশ্চয়ই খেয়াল করেছেন, রোমান্টিক ছবির পাশাপাশি শ্রদ্ধা কিন্তু অলৌকিক ভৌতিক ঘরানার ছবিতেও রীতিমত বাজিমাত করছেন। এই ধরনের ছবিতে তাঁর অভিনয় বেশ সাবলীল। সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন ‘স্ত্রী ২’ এর মাধ্যমে। এবার পর্দায় ‘নাগিন ৩’ আসার অপেক্ষা। দর্শকও অপেক্ষা করছে শ্রদ্ধাকে অলৌকিক চরিত্রে দেখার জন্য। যেখানে তাঁকে দেখা যাবে ইচ্ছাধারী সাপের ভূমিকায়।