ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ৩১ তারিখ মুক্তি পেতে চলেছে ‘অমর সঙ্গী’ ছবি। এক অমর প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসছে বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকারের জুটি। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এটাই শ্রীমার ২০২৫ এর প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। শ্রীমার ইচ্ছা, নতুন বছরে দর্শকের মনে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করে জায়গা করে নেওয়া। ২০২৪ টা তাঁর কাছে একটু খারাপ গিয়েছে। পায়ের চোটের কারণে শো ছাড়তে হয়েছিল। আগামীতে অভিনেত্রীর প্ল্যানিং কী? সবটাই জানালেন ট্রাইব টিভিকে।
জীবন নিয়ে শ্রীমার উপলব্ধি (Shreema Bhattacherjee)
জীবনের খারাপ সময় নিয়ে অকপটে শ্রীমা (Shreema Bhattacherjee) বলেন “একটা জিনিস আমি নিজেকে বুঝিয়েছি এবং আমার বাবা আমাকে বুঝিয়েছে যে এই পৃথিবীতে কোনও জিনিস স্থায়ী নয়। যেমন সুখ স্থায়ী নয়। তেমনই দুঃখ সবসময় থাকে না। যদি দুঃখ আসে তারপর নিঃসন্দেহে খুশি আসবে। আর এটাই জীবনের চক্র”।
‘অমর সঙ্গী’র টিমের বন্ডিং (Shreema Bhattacherjee)
‘অমর সঙ্গী’র শুটিং শুরু হয়েছে ২০২৩ এ। অধিকাংশ শুটিং ২০২৩ সালে হয়ে গিয়েছিল। একটা গুরুত্বপূর্ণ সিন বাকি ছিল, সেটা ২০২৪-এ এসে শুট করা হয়েছে (Shreema Bhattacherjee)। আবার ২০২৫ সালে এসে দেখা ‘অমর সঙ্গী’র সদস্যদের। এই টিম ২০২৩ থেকে একসঙ্গে রয়েছে। অমর সঙ্গীর বন্ডিংটাও ‘অমর সঙ্গী’ হয়ে রয়েছে।
আরও পড়ুন: Koel Mallick: দুই সন্তানকে সামলাতে নাজেহাল কোয়েল! কবে পর্দায় ফিরছেন?
শ্রীমা-সোহিনীর সম্পর্ক
সোহিনীর সঙ্গে শ্রীমার সম্পর্ক ঠিক কেমন? এক্ষেত্রে শ্রীমা বলেন, “সোহিনীদির সঙ্গে আমার একটা অদ্ভুত টান রয়েছে। অপরদিকে সোহিনীদিরও আমার প্রতি টান রয়েছে। আমি জানিনা কেন, আমি এই মানুষটাকে খুব ভালোবাসি। শুধু তাই নয়। কাজ করতে গিয়ে এই টিমের বাকি সবার সঙ্গে খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে। কিন্তু সোহিনীদি আমার কাছে বড় দিদির মতো। যে আমাকে বকে, গাইড করে, আবার আমার সাথে মজাও করে”।
ভ্রমণ প্রিয় মানুষ
শ্রীমা মানুষের সঙ্গে ঘুরতে, মিশতে ভালোবাসেন। মাঝে পায়ের চোটের কারণে দীর্ঘদিন বাড়িতে আটকে ছিলেন। তখন সময়টা খুব একটা ভালো যায়নি। নানান চিন্তা ঘুরত তাঁর মাথায়। সুস্থ হতেই, ঘুরতে গিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, “এই পরিস্থিতি থেকে আমাকে বার করতে এই ঘুরে বেড়ানো সাহায্য করেছে। এছাড়াও প্ল্যান রয়েছে মেঘালয়ে যাওয়ার। ২০২৫ এ এটা ফার্স্ট ট্রিপ”।
আরও পড়ুন: Amar Sangee: অমর সঙ্গী-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে চাঁদের হাট, নস্টালজিয়ায় ভাসলেন প্রসেনজিৎ
ছোট পর্দায় কবে ফিরছেন?
ছোট পর্দায় শ্রীমাকে আবার কবে দেখা যাবে? উত্তরে তিনি বলেন, “সত্যি বলতে এই মুহূর্তে আমি ছোট পর্দায় ফিরব নাকি অন্য প্লাটফর্মে কাজ করব, এরকম কিছু ভাবি নি। আমি অবশ্যই নিজেকে নানান ভাবে এক্সপ্লোর করতে চাই। কারণ ছোট পর্দার বাইরে যে চরিত্রগুলোতে আমার এক্সপ্লোর করার জায়গা রয়েছে, সেই জায়গায় কাজ করার খুব ইচ্ছা আছে। তবে অবশ্যই ছোট পর্দায় ব্যাক করব। তার আগে নিজে ১০০% সুস্থ হয়ে তারপর ফিরতে চাই। কারণ ছোট পর্দায় কাজের ভীষণ চাপ থাকে”।