ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরে (Shreya Ghoshal) যে জঘন্য এবং নির্মম ঘটনা ঘটেছে, তাতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। হত্যাকারীদের কঠোর শাস্তি চাই, এই দাবির ঝড় উঠেছে পুরো ভারত জুড়ে । শিল্পী মহলের মানুষরাও চুপ থাকেননি। তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। এবার শ্রেয়া ঘোষাল সোশ্যাল মিডিয়ায় বললেন, যা হয়েছে তা দেশের আত্মায় আঘাত। তিনি ঘটনাটা না ভেবে পারছেন না। কাশ্মীরের ঘটনায় রীতিমত স্তম্ভিত শ্রেয়া (Shreya Ghoshal) । কী লিখলেন তিনি?
রক্তাক্ত ভূস্বর্গের মাটি (Shreya Ghoshal)
মঙ্গলবার দুপুরের ঠিক পর থেকেই গোটা দেশ তোলপাড় শুধুমাত্র (Shreya Ghoshal) একটি ঘটনাকে কেন্দ্র করে। গোটা দেশকে ভাবিয়ে তুলেছে কাশ্মীরের জঙ্গি হামলা। কাশ্মীরের অর্থনীতির ভিত পর্যটন। পর্যটকরা সেখানে যান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। একেবারেই নিরীহ সাধারণ মানুষ। তাদের বিন্দুমাত্র দোষ ছিল না। অথচ নির্বিচারে তাদেরকে হত্যা করা হল। রক্তাক্ত হল ভূস্বর্গের মাটি। পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা। প্রাণ হারিয়েছেন প্রায় ২৮ জন। এই খবর ভারতবর্ষের আঁতে ঘা দেওয়ার মতো একটা খবর। এহেন ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করছে বিশ্বের বহু দেশ। ভারতে বলিউড (Bollywood) থেকে শুরু করে টলিউড (Tollywood) তারকারাও প্রতিবাদ করতে বিন্দুমাত্র পিছপা হচ্ছেন না।
ভাবাচ্ছে শ্রেয়া ঘোষালকে (Shreya Ghoshal)
সম্প্রতি ঘটে যাওয়া এই জঘন্য ঘটনায় শ্রেয়া ঘোষাল সোশ্যাল মিডিয়ায় (Shreya Ghoshal) একটি পোস্ট করেন। বোঝাই যাচ্ছে, তিনি এই পরিস্থিতিতে চুপ থাকতে পারছেন না। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাও বেশ মুশকিল। সঙ্গীত শিল্পী লেখেন, “আমি পহেলগাঁওয়ের কথা মাথা থেকে বের করতে পারছি না। ওখানে ভয়ঙ্কর কোলাহলের পর এখন যে চুপচাপ অবস্থা, সেটা আমাকে ভাবাচ্ছে। সেসব পরিবারের কথা ভাবছি, যাদের জীবনটা আর কখনই আগের মতো হবে না।”
যুক্তিহীন হিংসার শিকার
সঙ্গীত শিল্পী আরও লেখেন, “এত সুন্দর শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ গেল। এটা জেনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। যাদের প্রাণ গেল, তাদের সাথে হিংসার কোনও যোগ নেই। অথচ তারা এমন ঘটনার ভিকটিম হল। এই ঘটনা দেশের আত্মায় আঘাত। আমার হৃদয় তাদের সকলের সঙ্গে রয়েছে। যেসব পরিবার এমন যুক্তিহীন হিংসার শিকার হয়েছে, আমরা আপনাদের মতই শোকাহত। এই ঘটনা আমরা মনে রাখব।”

আরও পড়ুন: SSC Scam: এসএসসি বিতর্কে নতুন মোড়, ১৮০৩ জনকে বাদ দিয়ে রাজ্যের নতুন ‘যোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ!
আনন্দের মুহূর্ত শোকে বদল
প্রসঙ্গত, কাশ্মীর ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরেননি বাংলার ৩ বাসিন্দা। দিশাহারা পরিবার। একজন পাটুলির বাসিন্দা। একজন বেহালার সখেরবাজারের, আর তৃতীয় জন কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতেন। কিন্তু বাড়ি পুরুলিয়ার ঝালদায়। এই তিন ব্যক্তি কাশ্মীরে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু বেড়াতে যাওয়ার আনন্দের স্বাদ মুহূর্তে এখন বদলে গিয়েছে শোকে।