ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘরোয়া ক্রিকেটে না খেলার কারণে গত বছর বিসিসিআই তাদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে শ্রেয়স আইয়ারকে বাদ দিয়েছিল (Shreyas Iyer Ready)। কিন্তু আইপিএল-এর প্রথম ম্যাচের পরেই সবাই মনে করছে তিনি সব ফরম্যাটের জন্যই তৈরি।
আইপিএলে দুর্দান্ত শুরুর পর শিরোনামে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer Ready)
গত বছর বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে বাদ পড়ার পর থেকেই নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer Ready)। প্রথমে তিনি কোলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছিলেন। তারপর মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও চ্যাম্পিয়ন হন। আর সম্প্রতি, তিনি ভারতের হয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
আইপিএল ২০২৫-এও তার দুর্দান্ত ফর্ম বজায় রয়েছে। এই সপ্তাহে নতুন ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান তিনি। তার এই পারফরম্যান্স নজর কেড়েছে সৌরভ গাঙ্গুলীর, যিনি বিসিসিআইকে স্পষ্ট বার্তা দিয়েছেন – আইয়ারকে আবার টেস্ট এবং টি-টোয়েন্টি দলে ফেরানো হোক।
গাঙ্গুলীর প্রশংসা: ‘সর্বাধিক উন্নতি করেছে আইয়ার’ (Shreyas Iyer Ready)
পাঞ্জাব কিংসের জয়ের পর সৌরভ গাঙ্গুলী এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করেন, “শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer Ready) গত এক বছরে সবচেয়ে উন্নতি করেছে। এখন সে সব ফরম্যাটের জন্য প্রস্তুত। লেংথ নিয়ে কিছু সমস্যার পর তার এই উন্নতি দেখতে ভালো লাগছে।”
শোনা যাচ্ছে, শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer Ready) এবং ঈশান কিশানকে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি দেয়নি কারণ তারা ঘরোয়া ক্রিকেটে খেলেননি। বিসিসিআই স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ পেলেই ঘরোয়া ম্যাচ খেলতে হবে।
পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত ইনিংস, আত্মত্যাগের উদাহরণ আইয়ার
গত বছর আইপিএল মেগা নিলামের আগে কেকেআর তাকে রিলিজ করে। এরপর পাঞ্জাব কিংস তাকে ২৬.৭৫ কোটি টাকায় দলে নেয়।
আরও পড়ুন: Vignesh Puthur: রোহিত শর্মার বদলে মাঠে নামলেন এক অজানা স্পিনার, আইপিএল অভিষেকেই বাজিমাত
গুজরাটের বিরুদ্ধে ম্যাচে আইয়ার শুধু নিজের ব্যাটিং নয়, তার নিঃস্বার্থ মানসিকতার জন্যও প্রশংসিত হয়েছেন। ম্যাচের শেষে জানা যায়, শতরান থেকে মাত্র তিন রান দূরে থাকলেও আইয়ার সতীর্থ শশাঙ্ক সিংকে বড় শট মারতে বলেন।
আরও পড়ুন: Ashutosh Calls Shikhar: ক্রিকেট থেকে বহু দূরে! তবু এখনো প্রাসঙ্গিক শিখর ধাওয়ান
শশাঙ্কের সাক্ষাৎকার
শশাঙ্ক পরে এক সাক্ষাৎকারে বলেন, “আইয়ার আমাকে বলেছিল— আমার শতরানের কথা ভেবো না, যত বেশি সম্ভব বাউন্ডারি মারার চেষ্টা করো।” শশাঙ্ক সেই নির্দেশ মেনে মাত্র ১৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং পাঞ্জাব কিংস ২৪৩/৫ রান তোলে, যা গুজরাটের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।