ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পীঠস্থান হল বারাণসীর কাশী (Shri Kashi Vishwanath Temple)। প্রতি বছর লক্ষাধিক পূণ্যার্থী বিশ্বনাথ মন্দির দর্শন করতে বারাণসী বা কাশীতে আসেন। কথিত আছে কাশীতে এসে বাবা বিশ্বনাথের দর্শন করে যা চাওয়া হয়, তাই নাকি পাওয়া যায়। মহাদেব কাউকে খালি হাতে ফেরান না। তাই হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তিভরে বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করেন। কিন্তু অনেকেই জানেন না বারাণসীর কাশী থেকে কিছু জিনিস একেবারেই নিয়ে আসা যায়না। ঘরে আনলেই পাপের ভাগিদার হতে হয়।
গঙ্গাজল (Shri Kashi Vishwanath Temple)
গঙ্গা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বিশ্বনাথের বহু প্রাচীন (Shri Kashi Vishwanath Temple) মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মহাদেবের মন্দির। কথিত আছে বিশ্বনাথের মন্দিরই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম লিঙ্গ। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের পবিত্র তীর্থ অন্যতম শক্তিপীঠ। লোকে বলে সতীর দেহত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। তাই এই ঘাটেই গঙ্গাজলে স্নান করে বিশ্বনাথের পুজো দিতে আসেন অনেকে (Shri Kashi Vishwanath Temple)। ভাবেন সঙ্গে করে গঙ্গাজলও নিয়ে যাই। কিন্তু ইটা একেবারেই উচিত নয়। কারণ আছে দুটো।
বৈজ্ঞানিক কারণ (Shri Kashi Vishwanath Temple)
প্রথম হল বৈজ্ঞানিক কারণ। মণিকর্ণিকা ঘাটে যেহেতু প্রচুর মৃতদেহ দাহ করা হয়, তাই ওই গঙ্গার জলে অনেক ছাই মিশে (Shri Kashi Vishwanath Temple) থাকে। সেই ছাই সমন্বিত জল শরীরের পক্ষে একেবারেই ভালো নয়।
আধ্যাত্মিক কারণ (Shri Kashi Vishwanath Temple)
অনেকেই এই কাশীতে এসে নিজের জীবনের শেষসময়টুকু অতিবাহিত করতে চান। কথিত আছে, মোক্ষ লাভের জন্য অনেকে নিজের কাছের মানুষের মৃতদেহ এই ঘাটেই দাহ করার ইচ্ছে প্রকাশ করেন। তাই, যখন মৃতদের চিতায় পোড়ানো হয় এবং তাদের ছাই গঙ্গায় ফেলে দেওয়া হয় এবং মৃত আত্মার অংশও নাকি গঙ্গার জলে নিবেদন করা হয়। এবার আপনি যদি এমন গঙ্গাজল নিয়ে থাকেন যার মধ্যে এই দুটি জিনিস থাকে, তবে সেটা ওই মৃত ব্যক্তির মৃত্যু এবং পুনর্জন্মের চক্রকে ব্যাহত করবে, তার আত্মা সম্পূর্ণরূপে মোক্ষ লাভ করতে পারবে না। এর ফলে আপনার জীবনে চরম সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন: Time Travel: ৩ হাজার বছর পর কেমন হবে পৃথিবীটা? টাইম ট্রাভেল গল্প, না সত্যি?
গঙ্গার মাটি বা বালি
মনে করা হয় যে এই মাটির মধ্যে থাকা ছোট ছোট জীবেরা মোক্ষ প্রাপ্তির জন্য এই পবিত্র স্থানে উপস্থিত থাকতে পারে। তাই তা কাশীর বাইরে নিয়ে গেলে তাদের মোক্ষ প্রাপ্তি ঘটে না। আর কারোর মোক্ষ প্রাপ্তি না ঘটার কারণ যদি আপনি হন, তবে তা আপনার জীবনের জন্য মোটেও সুখকর নয়।