Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা ‘। যেখানে প্রথমবার একসঙ্গে দুই নায়িকা আরাত্রিকা মাইতি ( Aratrika Maity) ও শ্রুতি দাস ( Shruti Das) হাজির হচ্ছেন। দুজনে অভিনয় করবেন দুই বোনের চরিত্রে (Shruti-Aratrika)। গল্পটির পরিচালনায় রয়েছেন সুশান্ত দাস। গল্পটি কোন ধারাবাহিকের জায়গায় স্থান দখল করে নিল? কোন অভিনেতা-অভিনেত্রীর জায়গায় আসছেন আরাত্রিকা , শ্রুতি?
কে কার জায়গা দখল করল? (Shruti-Aratrika)
রাত ৯ টায় জোয়ার ভাঁটা স্লট পেয়েছে। অর্থাৎ ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের জায়গা দখল করল ‘জোয়ার ভাঁটা’। সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে । অর্থাৎ রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্বেতা ভট্টাচার্যর (Shweta Bhattacharya) জায়গা দখল করলেন আরাত্রিকা , শ্রুতি ও অভিষেক বীর শর্মা। অভিষেক সম্প্রতি ‘বুলেট সরোজিনী ‘ ধারাবাহিক শেষ করেছেন।
কেন্দ্রবিন্দুতে কারা?
ধারাবাহিকের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই বোন নিশা ও উজি। যাঁদের জীবনদর্শন বিপরীতমুখী। নিশা চায় কোটি টাকা জমিয়ে বিলাসবহুল জীবনযাপন , এমনকি উপার্জনের পথ যদি অসচ্ছ হয় তাতেও আপত্তি নেই তাঁর। অপরদিকে তাঁরই ছোট বোন উজি নিজেকে শিক্ষিত, সৎ পথে প্রতিষ্ঠিত করে সমাজে নিজের একটা স্থান তৈরি করতে চায়। দুই বোনের এই বিপরীতে জীবন দর্শনকে কেন্দ্র করে শুরু হবে ধারাবাহিকের গল্প। থাকবে দুই বোনের সম্পর্কের টানাপোড়েন (Shruti-Aratrika)।

প্রকাশ্যে প্রোমো
ধারাবাহিকে দুই বোনের পাশাপাশি থাকছেন অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma)। আপাতত জানা গিয়েছে আরাত্রিকা ,শ্রুতি ও অভিষেককে নিয়ে গল্প শুরু হবে ধারাবাহিকের। তবে তৃতীয় অভিনেতা কেউ থাকছেন কিনা তা জানা যায়নি।
‘জোয়ার ভাঁটার’ প্রোমো প্রকাশ্যে এসেছে। সম্ভবত আসানসোলের কয়লাখনির পারিপার্শ্বিকতা, যা গল্পের সামাজিক ও রাজনৈতিক দিককে ফুটিয়ে তুলবে। সাথে প্রোমোতে দেখা গিয়েছে, ছোট বোন বড় বোনকে রক্ষা করবে, যদিও তা অনৈতিক। আর শেষে ছোট বোন বড় বোনকে বুঝিয়েছে, সে যদি ঠিক পথে না আসে তবে একদিন ছোট বোন হয়ে সে তাঁর পথের বাধা হয়ে দাঁড়াবে (Shruti-Aratrika)।
আরও পড়ুন : Job: দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে কাজের সুযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিজ্ঞপ্তি জারি
কাজের প্রশংসা
এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ দুই অভিনেত্রীর একসাথে স্ক্রিন শেয়ার এই প্রথম। আরাত্রিকা ও শ্রুতি ইতিমধ্যে ছোট পর্দা বড় ও বড়পর্দাতে কাজ করে ফেলেছেন। আরাত্রিকা সদ্য শেষ করেছেন সৃজিত মুখার্জীর ‘লহ গৌরাঙ্গের নাম রে ‘ ছবির শুটিং। অপরদিকে ‘আমার বস ‘ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রুতিকে। এখন দেখার দুই বোনের কেমিস্ট্রি কতটা দর্শকের মনে জায়গা করে নিতে পারে। আদৌ ছোট বোন বড় বোনকে শোধরাতে পারবে কিনা, আর তাঁদের সাথে কিভাবে যুক্ত হবেন নায়ক অভিষেক বীর শর্মা ,সে সবকিছুই দেখার অপেক্ষায় দর্শক (Shruti-Aratrika)।