Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দায় একসাথে দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti-Aratrika) ও আরাত্রিকা মাইতিকে ( Aratrika Maity) দেখা যাবে। দুই বোনের গল্প নিয়ে আসছে জি বাংলা (Zee Bangla)। ইতিমধ্যে দুজনেই বড় পর্দাতে কাজ করেছেন। শ্রুতি দাস ও আরাত্রিকা ছোট পর্দায় ভীষণ জনপ্রিয়। তবে নতুন ধারাবাহিকে দুই বোনের বিপরীতে কোন অভিনেতাদের দেখা যাবে জানা যায়নি। অবশ্য অভিনেতা অভিষেক বীর শর্মার (Abhishek Veer Sharma) নাম সামনে এসেছে।
দুই বোনের বিরোধ (Shruti-Aratrika)
নতুন ধারাবাহিকটি পরিচালনা করছেন সুশান্ত দাস (Shruti-Aratrika)। তবে ধারাবাহিকের নাম এখনও জানা যায়নি। বড় বোন ‘ নিশার ‘ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে, আর ‘ উজি’র চরিত্রে থাকছেন আরাত্রিকা। বড় বোন নিশা কোটিপতি হতে চায় । আর সেটা কোনও পরিশ্রম ছাড়াই। কারণ সে বিশ্বাস করে কোটিপতি হতে গেলে মানুষকে ঠকাতে হয়। আর তার জন্য সে যে কোনও কাজ করতে রাজি। অপরদিকে ছোট বোন উজি চায় শিক্ষিত হয়ে সৎ পথে উপার্জন করতে। অর্থাৎ পর্দায় দুই বোনের এই মতবিরোধ ফুটে উঠবে তা বোঝাই যাচ্ছে।
ত্রিকোণ প্রেম ! (Shruti-Aratrika)
নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বীর শর্মাকে (Shruti-Aratrika)। তিনি আগে ‘ সোহাগ চাঁদ’ ,’ বুলেট সরোজিনী ‘ ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে ধারাবাহিক অনুসারে দুই নায়ক থাকার কথা। কিন্তু অপর এক নায়কের নাম প্রকাশ্যে আসেনি। ফলে অনেকের ধারণা ত্রিকোণ প্রেম দেখা যেতে পারে ধারাবাহিকে। অবশ্য এ প্রসঙ্গে জানা গিয়েছে, দুই নায়ক থাকবেন ধারাবাহিকে। তাই ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে ধারাবাহিক আসছে না। শোনা গিয়েছে, আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হবে ধারাবাহিকের শুটিং।
পছন্দের চরিত্র
ইতিমধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘লহ গৌরাঙ্গের নাম রে ‘ ছবির শুটিং সেরেছেন আরত্রিকা মাইতি। ছোট পর্দায় ‘ মিঠিঝোরা’ -তেও অভিনয় করেছেন তিনি। অবশ্য এর আগেও অভিনয় করেছিলেন ‘অগ্নিশিখা ‘ , ‘খেলনা বাড়ি ‘ ধারাবাহিকে। শ্রুতি ও আরাত্রিকা দুজনেই দর্শকের প্রিয়। দুজনেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় । শ্রুতি দাস (Shruti Das) শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) ‘ আমার বস’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। শ্রুতির কথায় , তাঁর শেষ সিরিয়াল ছিল ‘ রাঙা বউ’ । তারপর অনেক ধারাবাহিকে অভিনয় সুযোগ আসলেও চরিত্র পছন্দ হয়নি অভিনেত্রীর। পাশাপাশি ছবিতে কাজ করেছেন শ্রুতি। তবে নতুন ধারাবাহিকে নিশার চরিত্রটি অভিনেত্রী শ্রুতির ভীষণ পছন্দ হয়েছে।
আরও পড়ুন: Malaika Arora: আরবাজকে ভুলতে চান? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মালাইকা!
ভাঙবে পুরনো ইমেজ
অপরদিকে আরাত্রিকা মাইতি ( Aratrika Maity) মনে করেন, তিনি কাজের মধ্যে থাকতে চান। আর সেটা ছোট পর্দায় হোক, কিংবা বড় পর্দা। অভিনেত্রীর মতে,’ উজি’র চরিত্রটি মিঠিঝোরার ‘রাই’য়ের ইমেজ ভাঙতে সাহায্য করবে তাঁর। সবশেষে দুই জনপ্রিয় অভিনেত্রীর সাথে নায়কদের কেমিস্ট্রি ও দুই বোনের রসায়ন কেমন সেটা দেখার অপেক্ষা।