ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলে মঙ্গলময় বার্তা! আবহাওয়া অনুকূল থাকলে পৃথিবীতে প্রত্যাবর্তন করছেন ভারতীয় নভচর শুভাংশু শুক্লা(Shubhanshu Shukla)। আগামী ১৫ জুলাই ভারতীয় সময় বিকেল ৩টের সময়, চার দশক পর দেশের ঐতিহাসিক মহাকাশ অভিযানের স্মৃতি নিয়ে পৃথিবীর মাটি স্পর্শ করবেন তিনি।
ইসরোর বড় ঘোষণা (Shubhanshu Shukla)
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সরকারিভাবে শনিবার জানিয়েছে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিয়ম-৪ মিশনের চূড়ান্ত পর্বের কাজ শেষ করে ফেলেছেন(Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ড্রাগন মহাকাশযান উঠে বসবেন আগামী ১৪ জুলাই, ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে নাগাদ। তারপর অত্যন্ত সতর্কতার সঙ্গে বেশ কয়েকবার পৃথিবীকে চক্কর দিয়ে এই মহাকাশযান তাঁকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করাবে। আনুমানিক দিনক্ষণ হল- ১৫ জুলাই, ভারতীয় সময় বিকেল ৩টে।

মহাকাশ গবেষণা (Shubhanshu Shukla)
দু-সপ্তাহের এই অভিযানে মহাকাশ গবেষণায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সামনের সারিতে ছিলেন(Shubhanshu Shukla)। তিনি ভারতের তরফে সাতটি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা চালান। এরমধ্যে ছিল আনুবীক্ষণিক প্রাণী ভারতীয় জল ভাল্লুকের অস্তিত্বরক্ষা ও প্রজনন সংক্রান্ত একটি গবেষণা। মনুষ্য শরীরের উপর পেশিকোষের মহাকাশীয় প্রভাব। নভচরদের পুষ্টির জন্য সেখানে মেথি ও মুগ ডালের বীজ বপন এবং লাইফ সাপোর্টের সঙ্গে সংযুক্ত সায়ানোব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ে গবেষণা সম্পূর্ণ হয়েছে শুক্লার।বাকি তিনটি গবেষণাও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।
আরও পড়ুন-Hasina’s Daughter: ইউনুস সরকারের দাবিতে মান্যতা!হাসিনা-কন্যাকে অনির্দিষ্টকাল ছুটিতে পাঠাল ‘হু’
ফ্লাইট সার্জনদের নজরদারিতে শুভাংশু (Shubhanshu Shukla)
ইসরোর মেডিক্যাল টিম গোটা অভিযানে শুভাংশু শুক্লার স্বাস্থ্যের উপর গুরুত্ব সহকারে নজর রেখে চলেছে(Shubhanshu Shukla)। জানানো হয়েছে, শুভাংশু শুক্লা খুবই ভালো ও আনন্দে আছেন। পৃথিবীতে অবতরণের পর প্রায় এক সপ্তাহ শুভাংশু শুক্লাকে ফ্লাইট সার্জনদের নজরদারিতে রাখা হবে। এটা নভচরদের জন্য অত্যন্ত জরুরি এই কারণে যে, সমতলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে খানিকটা সময় লাগে।

আরও পড়ুন-Tennis Academy: নিজস্ব টেনিস অ্যাকাডেমিই ছিল না রাধিকার! মায়ের নীরবতায় রহস্য বাড়ছে
রিসার্চ-ভিত্তিক প্রাইভেট মিশন (Shubhanshu Shukla)
অ্যাক্সিয়ম-৪ মিশনে ছিলেন চারজন মহাকাশচারী- ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি, এবং হাঙ্গেরির টিবোর কাপু(Shubhanshu Shukla)। গত দু’সপ্তাহে তাঁরা মহাকাশে করেছেন একাধিক গবেষণা ও বৈজ্ঞানিক পরীক্ষা। Axiom Space-এর মতে, এটি ছিল তাদের সবচেয়ে বেশি রিসার্চ-ভিত্তিক প্রাইভেট মিশন।মহাকাশে ভেসে থাকা সময়টুকু কেবল গবেষণায় নয়, স্মৃতি ধরে রাখতেও ব্যস্ত ছিলেন তাঁরা। প্রায় ২৫০ মাইল উচ্চতা থেকে পৃথিবীর অসাধারণ দৃশ্যের ছবি ও ভিডিও তুলেছেন, সময় পেলেই কথা বলেছেন আপনজনদের সঙ্গে। Axiom জানিয়েছে, এই সময়ের মধ্যে তাঁরা পৃথিবীকে ২৩০ বার প্রদক্ষিণ করেছেন এবং অতিক্রম করেছেন প্রায় ৯৬.৫ লক্ষ কিলোমিটার পথ।
