ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুভমান গিল নিশ্চিত করেছেন যে বার্মিংহামে ইংল্যান্ডের (Shubman Gill on Team India Squad) বিরুদ্ধে ভারতের জয়ে ১০ উইকেট নেওয়া ফাস্ট বোলার আকাশ দীপ চতুর্থ টেস্ট খেলবেন না।
ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টের আগে চোট-আঘাতে বিপর্যস্ত টিম ইন্ডিয়া (Shubman Gill on Team India Squad)
চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে বড় আপডেট দিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill on Team India Squad)। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-২ ব্যবধানে পিছিয়ে ভারত। এরই মধ্যে একাধিক খেলোয়াড় চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। গিল নিশ্চিত করেছেন, অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ও পেসার অর্শদীপ সিং চোটের কারণে এই টেস্টে থাকছেন না। একইসঙ্গে বাদ পড়েছেন আকাশ দীপও, যিনি দ্বিতীয় টেস্টে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়ে ম্যাচজয়ী ভূমিকা নিয়েছিলেন।
আকাশ, অর্শদীপ নেই; অভিষেকের দোরগোড়ায় কাম্বোজ (Shubman Gill on Team India Squad)
শুভমান গিল মঙ্গলবার সাংবাদিকদের বলেন (Shubman Gill on Team India Squad), “আকাশ দীপ এবং অর্শদীপ — দু’জনেই এই টেস্টে অনুপস্থিত থাকছেন। তবে আমাদের দলে এমন খেলোয়াড় রয়েছে যারা ২০ উইকেট নিতে সক্ষম। একাধিক বোলার বদল হওয়া আদর্শ নয়, তবে আমি প্রস্তুত ছিলাম।” তিনি আরও বলেন, “আনশুল কম্বোজ অভিষেকের খুব কাছাকাছি রয়েছে। কাল প্রসিদ্ধ এবং কাম্বোজের মধ্যে থেকে আমরা সিদ্ধান্ত নেব।” গিল জানান, কম্বোজের স্কিলসেট তাঁরা দেখে নিয়েছেন এবং তাঁর ওপর বিশ্বাস রয়েছে। কাম্বোজ ২৪ বছর বয়সী পেসার। তাঁর ঝুলিতে আছে ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট এবং একটি প্রথম শ্রেণির হাফ-সেঞ্চুরি।
আরও পড়ুন: Sarfaraz Khan diet: ওজন কমিয়ে সবাইকে অবাক করলেন সারফরাজ খান, ২ মাসে ঝরালেন ১৭ কেজি
করুণ নায়ারকে নিয়ে ভরসায় টিম ম্যানেজমেন্ট
চলতি সিরিজে এখনও ছন্দে আসতে পারেননি ব্যাটার করুণ নায়ার। হেডিংলি, এজবাস্টন ও লর্ডসে তিনটি টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৩১ রান, গড় ২২-র নিচে। তবু তাঁকে নিয়ে আস্থা রাখছেন অধিনায়ক। গিল বলেন, “আমরা মনে করি ও ভালো ব্যাট করছে। প্রথম ম্যাচে ও নিজের পজিশনে খেলেনি। ওর ব্যাটিং নিয়ে কোনও সমস্যা নেই। একবার ৫০ করে ফেললে ছন্দে ফিরে আসবে। আমরা আশাবাদী, করুণ ঘুরে দাঁড়াবে।” এই সিরিজে করুণ নায়ারের ইনিংসগুলি ছিল: ০, ২০, ৩১, ২৬, ৪০ ও ১৪।
আরও পড়ুন: Agarkar Blasted for picking Kamboj: অনশুল কম্বোজকে দলে নেওয়া নিয়ে প্রশ্নের মুখে আগারকার
চতুর্থ টেস্টে উইকেটকিপার হচ্ছেন ঋষভ পন্থ
শুভমান গিল নিশ্চিত করেছেন, “চতুর্থ টেস্টে উইকেটকিপার হিসেবে খেলবেন ঋষভ পন্থ।” তৃতীয় টেস্টে পন্থ চোটের কারণে মাত্র ৩৫ ওভার কিপিং করেন। বাকি সময় উইকেটের পেছনে ছিলেন ধ্রুব জুরেল। তবে জুরেল দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে সুবিধা করতে পারেননি। ২৫ রান বাই-এ দিয়ে দেন তিনি এবং ম্যাচটি ২২ রানে জিতে নেয় ইংল্যান্ড। তাই ম্যানচেস্টারে সম্পূর্ণ ম্যাচে কিপিং করবেন পন্থ, এমনটাই জানিয়ে দিলেন অধিনায়ক গিল।