Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৬ রানের অসাধারণ জয়ের (Shubman Gill Test Ranking) পর টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে গিলের চমক (Shubman Gill Test Ranking)
বার্মিংহামে ঐতিহাসিক পারফরম্যান্স করে আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করলেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill Test Ranking)। দ্বিতীয় টেস্টে গিলের ২৬৯ এবং ১৬১ রানের ইনিংস তাঁকে টেস্ট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার বানাল যিনি একই ম্যাচে দুই ইনিংসেই ১৫০ রানের বেশি করেছেন। এই অনন্য কীর্তির সুবাদে গিল উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৬ নম্বরে।
২৪ বছর বয়সী গিল ইংল্যান্ড সিরিজ শুরুর আগে ছিলেন ২৩ নম্বরে। কিন্তু মাত্র একটি ম্যাচে ৪৩০ রান করে ১৫ ধাপ এগিয়ে এখন তিনি বিশ্বের সেরা ছয়ে। সিরিজে এখনও তিনটি টেস্ট বাকি থাকলেও গিল ইতিমধ্যে করেছেন ৫৮৫ রান। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর সেরা অবস্থান ছিল ১৪ নম্বর। এজবাস্টনে তাঁর এই অসাধারণ ইনিংস ভারতের ৩৩৬ রানে জয় নিশ্চিত করেছিল। এটি তাঁর সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য।
এক নম্বরে হ্যারি ব্রুক, রুট পিছিয়ে (Shubman Gill Test Ranking)
এই র্যাঙ্কিং আপডেটে ইংল্যান্ডের হ্যারি ব্রুকও বিশাল সাফল্য পেয়েছেন (Shubman Gill Test Ranking)। ২৫ বছর বয়সী ব্যাটার বার্মিংহামে প্রথম ইনিংসে ১৫৮ রান করে উঠে এসেছেন টেস্ট ব্যাটিংয়ের এক নম্বরে। তিনি পেছনে ফেলে দিয়েছেন সতীর্থ জো রুটকে, যিনি এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন। গত ডিসেম্বরেও ব্রুক এক সপ্তাহের জন্য শীর্ষে ছিলেন, এবার আবার ফিরলেন নিজের জায়গায়। রুটের দুটি ইনিংসেই ব্যর্থতার ফলে তিনি হারিয়েছেন ১৮ রেটিং পয়েন্ট।
জাডেজার অগ্রগতি, চমকে দিলেন জেমি স্মিথ
র্যাঙ্কিংয়ে আরও একটি ভালো খবর ভারতের জন্য এসেছে রবীন্দ্র জাডেজার হাত ধরে। তিনি ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ এগিয়ে এখন ৩৯ নম্বরে। ৮৯ এবং অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ভারতের লোয়ার-মিডল অর্ডারকে টানেন তিনি। এদিকে অভিষেক করা ইংল্যান্ড উইকেটকিপার জেমি স্মিথ ব্যাট হাতে ১৮৪* এবং ৮৮ রানের ইনিংস খেলে ১৬ ধাপ এগিয়ে পৌঁছেছেন ব্যাটসম্যানদের তালিকার দশ নম্বরে। এটি এক বিশাল অর্জন, যা তাঁকে জায়গা করে দিয়েছে অভিজাতদের তালিকায়।
বোলারদের মধ্যেও পরিবর্তন
ভারতের পেসাররাও বার্মিংহামের সাফল্যের পুরস্কার পেয়েছেন। মোহাম্মদ সিরাজ ম্যাচে ৭ উইকেট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে। অভিষেক হওয়া আকাশ দীপ ১০ উইকেট নিয়ে ৩৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫ নম্বরে। এটি তাঁর ক্যারিয়ারসেরা স্থান।
মুল্ডারের উত্থান
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার তাঁর অপরাজিত ৩৬৭ রানের ইনিংসের সৌজন্যে ব্যাটসম্যানদের তালিকায় ৩৪ ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে। ম্যাচে তিন উইকেট নেওয়ায় বোলারদের তালিকায়ও উন্নতি হয়েছে তাঁর। এখন তিনি রয়েছেন ৪৮ নম্বরে। ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডের প্রতি ‘সম্মান’ দেখাতে গিয়ে ইনিংস ডিক্লেয়ার করে এই ইনিংসটি শেষ করেছিলেন মুল্ডার।