ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভা পর্যন্ত রাজীব শুক্লা (Shukla To Replace Binny) বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
৭০ বছরে পৌঁছনোর পর BCCI-র পদ ছাড়তে হবে রজার বিনিকে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে পারেন রাজীব শুক্লা (Shukla To Replace Binny)
এই বছরের জুলাই মাসে ৭০ বছরে পা দেবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি (Shukla To Replace Binny)। BCCI-র সংবিধান অনুযায়ী, কোনও পদাধিকারী ব্যক্তি ৭০ বছর পূর্ণ করলেই তাঁকে পদত্যাগ করতে হয়। সেই নিয়ম অনুযায়ী রজার বিনির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই।
রাজীব শুক্লা হবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট (Shukla To Replace Binny)
সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমান BCCI সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন। তাঁকে তিন মাসের জন্য এই দায়িত্ব দেওয়া হবে, সেপ্টেম্বর মাসে নির্ধারিত বার্ষিক সাধারণ সভা (AGM)-র আগে পর্যন্ত। AGM-এ রাজীব শুক্লা পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থী হতে পারেন। রাজ্যসভার সদস্য ও প্রাক্তন IPL চেয়ারম্যান রাজীব শুক্লা প্রশাসনিকভাবে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: Violence After PSG Win: চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্যারিসে হিংসাত্মক সংঘর্ষ! মৃত ২, আটক ৫৫৯
রজার বিনির অবদান ও বিদায়
১৯৮৩ সালের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রজার বিনি। ১৯ জুলাই তাঁর ৭০ বছর পূর্ণ হচ্ছে। তিনি ২০২২ সালে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচিত হন, সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হিসেবে। ১৯৭৯ থেকে ১৯৮৭ সালের মধ্যে তিনি ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক কেরিয়ারে তিনি মোট ১২৪টি উইকেট নিয়েছেন এবং ১,৪৫৯ রান করেছেন। ১৯৮৩ বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি (১৮টি উইকেট)। প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদে ভারতের পুরুষ দল দুটি ICC হোয়াইট-বল ট্রফি জিতেছে—২০২৪ সালের টি২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়াও তাঁর সময়েই মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL)-এর সূচনা হয়।
দেশীয় ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেন বিনি
বিনির মেয়াদে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, জাতীয় দলে না থাকলে ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ইশান কিশান ও শ্রেয়াস আইয়ারকে এই নিয়ম না মানার কারণে বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে খবর।
BCCI-তে পরিবর্তনের হাওয়া
এই বছরের শুরুতেই দেবজিত শইকিয়া BCCI-র নতুন সচিব হন, যখন জয় শাহ ICC-র চেয়ারম্যান পদে নিযুক্ত হন। শইকিয়া বিনা বিরোধিতায় নির্বাচিত হন। সবমিলিয়ে, আগামী কয়েক মাসে ভারতীয় ক্রিকেট প্রশাসনে বড়সড় রদবদল দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।