Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলা (Shweta Bhattacharya) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে ‘ শেষ হওয়ার গুজব সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই গুজব কথাটা নির্ভরযোগ্য, সে বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর এই গুজব নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। কী বললেন অভিনেত্রী ? ধারাবাহিক কী সত্যি শেষ হচ্ছে ?
দীর্ঘসময় ধরে চলা (Shweta Bhattacharya)
আসলে টেলিভিশনে যে সমস্ত ধারাবাহিকের টিআরপি কম, সেগুলি কয়েক (Shweta Bhattacharya) মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বলা যেতে পারে , বেশ কয়েকটি ধারাবাহিকই কয়েক মাসের মধ্যেই বন্ধ হতে দেখা গিয়েছে এই কারণে। তবে সে জায়গায় ‘কোন গোপনে মন ভেসেছে ‘ ধারাবাহিক কিন্তু ব্যতিক্রমী। কারণ দীর্ঘসময় ধরে চলে আসছে এই ধারাবাহিকটি। কিন্তু এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন উঠল কেন ? আর তা কতটা সত্যি, তা নিয়ে মুখ খুললেন শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)।
কী বললেন অভিনেত্রী ? (Shweta Bhattacharya)
সম্প্রতি ‘জোয়ার ভাটা ‘ ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। যেখানে দুই বোনের গল্প তুলে ধরা হবে। প্রোমোতে দেখা গিয়েছে শ্রুতি ও আরাত্রিকাকে (Shruti- Aratrika)। হয়তনসে কারণে অনেকেই ভেবে নিয়েছেন , ‘কোন গোপনে মন ভেসেছে ‘ ধারাবাহিকটি শেষ হতে পারে। ধারাবাহিক শেষ হওয়া নিয়ে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) বলেন,” তাঁদের কাছে এমন কোনও খবর নেই । তাঁরা চুটিয়ে মন দিয়ে কাজ করছেন।” অভিনেত্রীর সাথে সহমত ধারাবাহিকের অন্যান্য সদস্যরাও।
জোরালো হয় গুঞ্জন
ধারাবাহিকটি জুলাই মাসে শেষ হতে পারে বলে শোনা গিয়েছিল। তবে সেটা ছিল শুধুমাত্র গুঞ্জন। চ্যানেলের তরফ থেকে তেমন কিছু ঘোষণা করা হয়নি। সমাজমাধ্যমে দর্শকদের অসন্তুষ্টি এবং ধারাবাহিকে বিভিন্ন নাটকীয় মোড়, যেমন শ্যামলীর সাথে চন্দ্রাশিস বাবুর বিয়ে, ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জনকে ইঙ্গিত করেছিল বলে ধারণা । ধারাবাহিকটি দর্শকদের ট্রোল কিংবা টিআরপি ভিত্তিক সমালোচনার কারণে বন্ধ করা হচ্ছে, বলে এমন খবরও জানা যায়নি। তাই বলা যায়, ধারাবাহিক শেষ হওয়া শুধুমাত্র গুঞ্জন। এখনই ধারাবাহিকটি শেষের পথে নয়।
আরও পড়ুন: Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় কারা পাবেন মা তারার আশীর্বাদ?
জনপ্রিয়তা
প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) বাংলা টেলিভিশনে এক উজ্জ্বল তারকা। সিঁদুর খেলা, যমুনা ঢাকি ,কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক গুলিতে শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছেন। বাস্তব জীবনেও বেশ জনপ্রিয় অভিনেত্রী। শ্বেতা ও রুবেল দুজনে তারকা দম্পতি হিসাবেও দর্শকদের ভীষণ প্রিয়। দুজনের রিল ও রিয়েল লাইফের নানা রকম তথ্য খোঁজ রাখেন অনুরাগীরা।